‘বর্ডার ২’ কি পাকিস্তানে দেখা যাবে? ছবি: সংগৃহীত।
বছরের শেষে মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’। পাকিস্তানের লিয়ারি শহরের পটভূমিকায় তৈরি এই ছবি ঘিরে ভারতে যতটা হইহই হচ্ছে, ততটাই উন্মাদনা প্রতিবেশী রাষ্ট্রে। কেউ সমালোচনা করেছেন, কেউ আবার প্রশংসা। পাকিস্তানের বিয়েবাড়ি থেকে যে কোনও জমায়েত— এখন মাতিয়ে রেখেছে রণবীর সিংহ অভিনীত এই ছবির গান। এ বার বছরের শুরুতে আসতে চলেছে সানি দেওল অভিনীত ‘বর্ডার ২’। এই ছবির পাকিস্তানে মুক্তি নিয়ে সরব হলেন সানির পাক অনুরাগীরা।
পহেলগাঁও কাণ্ডের পর থেকে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান সম্পূর্ণ বন্ধ। আদৌ কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা-ও অনিশ্চিত। তবু চোরাপথেই নাকি ভারতীয় ছবি পাকিস্তানে বসে দেখেছেন সেখানকার দর্শক। যদিও এ বার তাঁদের দাবি, সেখানে মুক্তি পাক সানির আসন্ন ছবি। পাকিস্তানের সিন্ধ প্রদেশের এক নাগরিক এক্স হ্যান্ডেলে সানি ও বরুণকে ট্যাগ করে এ হেন আবেদন জানিয়েছেন। তাতে বরুণ ধওয়ান উত্তর দিয়ে লেখেন, ‘‘এই ছবিটি ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। আমরা জানি পাকিস্তানে সানি স্যরের অনেক অনুরাগী আছেন।’’
এই ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। এ বার ২৫ বছর পর মুক্তি পাচ্ছে ছবির দ্বিতীয় অধ্যায়। এখনও পর্যন্ত যুদ্ধের প্রেক্ষাপটে ‘বর্ডার ২’ হতে চলেছে দেশের সবচেয়ে বড় মাপের ছবি, এমনই দাবি নির্মাতাদের। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল ‘বর্ডার’। সূত্রের দাবি, এ বার ছবির প্রেক্ষাপট রাজস্থানের সীমান্তবর্তী শহর লঙ্গেওয়ালায় দু’দেশের সম্মুখ সমর। ২৩ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। ‘বর্ডার’ ছবিতে সানিকে দেখা গিয়েছিল মেজর কুলদীপ সিংহের চরিত্রে। এ বার তিনি থাকছেন সেই চরিত্রেই। ছবিতে নতুন সংযোজন হলেন বরুণ ধওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও অহান শেট্টীরা।