Sunny Leone

শুটিং চলাকালীন বাতকর্ম সানি লিওনের, অবাক কর্ণ কুন্দ্রা, কী খেয়ে এমন হল অভিনেত্রীর?

একটি হিন্দি চ্যানেলের রিয়্যালিটি শোয়ের শুটিং চলাকালীন বাতকর্ম করে বসেন সানি! সহ-উপস্থাপক কর্ণ কুন্দ্রা হতবাক অভিনেত্রীর কাণ্ড দেখে। কী খেয়ে পেটের খারাপ অবস্থা? নিজেই জানালেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৮:৩৪
(বাঁ দিকে) সানি লিওনি, (ডান দিকে) কর্ণ কুন্দ্রা।

(বাঁ দিকে) সানি লিওনি, (ডান দিকে) কর্ণ কুন্দ্রা। ছবি: সংগৃহীত।

সানি লিওনে বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী। তিনি যা-ই করেন, তাঁর জন্য শিরোনামে জায়গা করে নেন। সানি সিনেমার পাশাপাশি টেলিভিশনের অনুষ্ঠানও করেন। একটি হিন্দি চ্যানেলের রিয়্যালিটি শোয়ের শুটিং চলাকালীন বাতকর্ম করে বসেন সানি! সহ-উপস্থাপক কর্ণ কুন্দ্রা হতবাক অভিনেত্রীর কাণ্ড দেখে। কী খেয়ে পেটের খারাপ অবস্থা? নিজেই জানালেন সানি।

Advertisement

সম্প্রতি, একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে শুটিং সেটে একটি কুঁড়েঘর তৈরি করা হয়েছে। তার ছাউনির নীচে দাঁড়িয়ে সানি ও কর্ণ। সেখানে হঠাৎই সানি তাঁর পেটের কাছে ফোনটা ধরেন। বাতকর্মের শব্দ হয় বেশ কয়েকবার। প্রথমে কর্ণ অবাক চোখে তাকান সানির দিকে। একই শব্দ চার বার হতেই কর্ণ নাকে পর্যন্ত হাতে দেন। কর্ণ বলতে থাকন, ‘‘সানিকে খাবার দেওয়া বন্ধ করুন।’’ যদিও সানি পাল্টা বলেন, ‘‘আমি ছোলা-ভাটুরা খেয়েছিলাম, তার ফলে এই দশা।’’

যদিও নেটাগরিকদের একাংশের ধারণা, সানি ওই আওয়াজটা ফোনে চালিয়ে মজা করছিলেন। কিন্তু সেটা বিশ্বাস করে ফেলেন কর্ণ। অনেক অনুরাগী অবশ্য মানতেই রাজি নন যে, সানি আদৌ বাতকর্ম করতে পারেন।

Advertisement
আরও পড়ুন