Tamannaah Bhatia

তমন্নাকে ভুলে নতুন প্রেমে মন বিজয়ের! বিচ্ছেদ যন্ত্রণা কাটাতে জীবন নিয়ে কোন সিদ্ধান্ত অভিনেত্রীর?

সাদা শার্ট, প্রসাধনহীন মুখ, চোখে মোটা ফ্রেমের চশমা আর এলোমেলো চুল। এমন বেশেই ছবি ভাগ করে নিয়েছেন তমন্না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৬:৪৪
বিজয়ের প্রেম ভুলতে বেগ পেতে হচ্ছে তমন্নাকে?

বিজয়ের প্রেম ভুলতে বেগ পেতে হচ্ছে তমন্নাকে? ছবি: সংগৃহীত।

দু’বছর একসঙ্গে থাকার পরে বিচ্ছেদ হয় তমন্না ভাটিয়া ও বিজয় বর্মার। বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউ। তমন্না ও বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি ছিল, বিয়ে নিয়ে সমস্যা বেধেছিল দু’জনের মধ্যে। তমন্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় রাজি ছিলেন না। বিচ্ছেদের পরে বিজয়ের নতুন সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছে। কিন্তু বিচ্ছেদযন্ত্রণা সামলে উঠতে কি বেগ পেতে হচ্ছে তমন্নাকে? সমাজমাধ্যমে তাঁর একটি পোস্ট ঘিরে সেই প্রশ্ন উঠেছে।

Advertisement

সাদা শার্ট, প্রসাধনহীন মুখ, চোখে মোটা ফ্রেমের চশমা আর এলোমেলো চুল। এমন বেশেই ছবি ভাগ করে নিয়েছেন তমন্না। জীবনে ঠিক কী করতে চান, কী ভাবে বাঁচতে চান— এগুলি নিয়ে ভাবার অধ্যায়ে তিনি রয়েছেন, জানিয়েছেন তমন্না। তিনি লিখেছেন, “কী করতে হবে, তা নিয়ে ভাবার পর্বে রয়েছি। এই পর্বে আপনি অর্ধেক পরিকল্পক, অর্ধেক আবিষ্কারক। এই পর্বে প্রতিটি সূক্ষ্ম বিষয় গুরুত্বপূর্ণ। প্রতিটি ভুল থেকে এই পর্বে শিক্ষা নিতে হয়।”

তমন্নার এই মন্তব্য দেখে অনুরাগীদের প্রশ্ন, “বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়ানো এখন ভুল বলে মনে করছেন অভিনেত্রী? সেই ভুল থেকেই কি শিক্ষা নিচ্ছেন তিনি?” তমন্না তাঁর পোস্টে আরও লেখেন, “এই পর্বে নানা ভাবনা আসে। সেগুলি সব সঠিক নয়। কিন্তু তা-ও আসে। সত্যি কথা বলতে, এটাই ম্যাজিক এই অধ্যায়ের। সব চকচকে উজ্জ্বল বিষয়ের পিছনের বিষয়গুলোও কিন্তু চকচকে হয় না। নানা সিদ্ধান্ত ও নানা সন্দেহ থাকে।”

উল্লেখ্য, তমন্নাকে শেষ দেখা গিয়েছে ‘ওডেলা ২’ ছবিতে। ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবি থেকে সম্পর্কে জড়িয়েছিলেন বিজয় ও তমন্না। দু’বছর প্রেম ছিল তাঁর। বলিউডে নতুন গুঞ্জন ফাতিমা সনা শেখের সঙ্গে নাকি প্রেম করছেন বিজয়।

Advertisement
আরও পড়ুন