Vijay-Tamannaah Breakup News

বিয়ে করতে চান না বিজয়! চমৎকারের অপেক্ষায় তমন্না, কোন আশার কথা লিখলেন অভিনেত্রী?

কী কারণে প্রাক্তন প্রেমিকের মতো একই পোশাক পরছেন তমন্না, সেই প্রসঙ্গে টুঁ শব্দ করেননি অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৯:৪৫
Tamannaah Bhatia Drops Cryptic post waiting for miracle amid her breakup rumours with Vijay Verma

(বাঁ দিকে) বিজয় বর্মা, তমান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত।

সম্পর্কের মেয়াদ দু’বছর। তার মধ্যেই সম্প্রতি প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন বিজয় বর্মা ও তমন্না ভাটিয়া। বলিউডের অন্দরে জল্পনা, বিয়ে করে থিতু হতে চাইছিলেন তমন্না। তাতেই নাকি বেঁকে বসেন বিজয়। ভেঙে যায় প্রেম। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি দু’জনের কেউই। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা নাকি তাঁদের এক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি রবীনা ট্যান্ডনের বাড়িতে দোলের অনুষ্ঠানে দেখা যায় বিজয়-তমন্নাকে। যদিও যাওয়া-আসা পৃথক ভাবেই করেন তাঁরা। তার পরই কি ফের আশার আলো দেখছেন তমন্না?

Advertisement

দোলের অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে অভিনেত্রী। উপলক্ষ্য, রবীনার মেয়ে রাশার জন্মদিনের পার্টি। অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের চাপা পোশাক। তার উপরে চাপিয়ে নিয়েছিলেন সাদা-কালো স্ট্রাইপের জ্যাকেট। গলায় পরেছিলেন হিরের হার। তমন্নার এই সাজ দেখেই অনুরাগীদের মনে পড়ে গিয়েছে বিজয়ের কথা। একই রকমের একটি জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিজয় বর্মাকেও। সেই জ্যাকেট পরে অভিনেত্রীর সঙ্গে ছবিও তুলেছেন। তবে কী কারণে প্রাক্তন প্রেমিকের ব্যবহৃত পোশাক পরছেন তমন্না, সেই প্রসঙ্গে টুঁ শব্দ করেননি অভিনেত্রী। যদিও সমাজমাধ্যমের পাতায় তমন্না লেখেন, ‘‘চমৎকারের অপেক্ষায় না থেকে বরং চমৎকার করে দেখান।’’ অনেকেই মনে করছেন, বিজয়কে নাকি ভুলতে পারছেন না তমন্না। বিচ্ছেদের ক্ষত এখনও টাটকা তমন্নার মনে। জানা গিয়েছে, প্রেম ভাঙলেও বিজয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন