Salman Khan

‘বিগবস্‌ ১৯’-এর ঘরে এ বার নতুন চমক! ধনশ্রী থেকে অমাল মালিক, আর কে কে থাকছেন?

প্রত্যেক বছর এই রিয়্যালিটি শোয়ের জন্য মুখিয়ে থাকেন ছোট পর্দার দর্শক। প্রত্যেক বছরেই থাকে ভিন্ন চমক। এই বছরের সিজ়নে নাকি থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কিছু চমক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ২০:২০
সলমনের ‘বিগবস্‌’-এ ধনশ্রী থেকে অমাল মালিক।

সলমনের ‘বিগবস্‌’-এ ধনশ্রী থেকে অমাল মালিক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অবশেষে প্রকাশ্যে এল ‘বিগবস্‌ ১৯’-এর প্রতিযোগীদের তালিকা। প্রত্যেক বছর এই রিয়্যালিটি শোয়ের জন্য মুখিয়ে থাকেন ছোট পর্দার দর্শক। প্রত্যেক বছরেই থাকে ভিন্ন চমক। এই বছরের সিজ়নে নাকি থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কিছু চমক। সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমন খানকেই। প্রতিযোগীদের তালিকার মধ্যেও রয়েছে চমক।

Advertisement

১) ধনশ্রী বর্মা: এই সিজ়নের অন্যতম চর্চিত প্রতিযোগী হলেন ধনশ্রী বর্মা। যুজবেন্দ্র চহালের প্রাক্তন স্ত্রী তিনি। তাঁর বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। গত কয়েক দিনে বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। কিছু দিন আগেই ‘ভুল চুক মাফ’ ছবিতেও অভিনয় করেছেন ধনশ্রী।

২) গৌরব খান্না: ছোট পর্দার অতি পরিচিত মুখ গৌরব। ‘অনুপমা’ ধারাবাহিক থেকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। তাই এই বারের সিজ়নের অন্যতম আকর্ষণ তিনি।

৩) অমাল মালিক: গত কয়েক দিনে বেশ কয়েকটি সাক্ষাৎকারে বিতর্কিত কিছু মন্তব্য করেছেন অমাল। বলিউডের ষড়যন্ত্রের কথাও উঠে এসেছে তাঁর মুখে। দাবি করেছেন, কার্তিক আরিয়ানের বিরুদ্ধে বলিউডে ষড়যন্ত্র চলছে। নিজের সম্পর্ক, আত্মহত্যাপ্রবণতা নিয়েও কথা বলেছেন অমাল।

৪) অপূর্বা মুখিজা: সমাজমাধ্যমে পরিচিত মুখ তিনি। কৌতুকশিল্পী হিসেবে পরিচিত। কয়েক মাস আগে ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এ যোগ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে এ বার দেখা যাবে অপূর্বাকে।

৫) হুনর গান্ধী: ২০০৭ সালে ‘কহানি ঘর ঘর কি’ ধারাবাহিক থেকে অভিনয়ের সফর শুরু করেছিলেন হুনর। ছোট পর্দায় তিনিও যথেষ্ট পরিচিত। তাই তাঁকে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

এ ছাড়াও ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত শ্রীরাম চন্দ্র, নেটপ্রভাবী মিস্টার ফইসু, এক কালে নিখোঁজ হয়ে যাওয়া অভিনেতা গুরুচরণ সিংহ, নেটপ্রভাবী পায়েল ধারেকেও দেখা যাবে বলে জানা যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন