Bollywood Spy Movies

বিপাকে ‘ধুরন্ধর’! পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালানো গুপ্তচরদের নিয়ে তৈরি হয়েছে এই ছবিগুলিও

অনুমতি ছাড়া কী ভাবে তাঁদের শহিদ পুত্রের জীবন নিয়ে ছবি তৈরি হল? আদালতের কাছে ছবির উপর নিষেধাজ্ঞা জারির আবেদন মেজর মোহিত শর্মার মা-বাবার। তবে বলিউডে এর আগেও বাস্তবের ভারতীয় গুপ্তচরদের নিয়ে ছবি তৈরি হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ০৯:৫৯
তালিকায় রয়েছে কোন কোন ছবি?

তালিকায় রয়েছে কোন কোন ছবি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইনি জটে পড়েছে আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর’। ঝলকমুক্তির পর থেকেই শোনা যাচ্ছিল এই ছবিতে রণবীর সিংহ অভিনয় করছেন মেজর মোহিত শর্মার চরিত্রে। কিন্তু আদিত্য এই দাবি অস্বীকার করেছেন। তবে মেজর মোহিতের মা-বাবাও নাকি এই ছবির ঝলকের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন তাঁদের ছেলের জীবনের। অনুমতি ছাড়া কী ভাবে তাঁদের শহিদ পুত্রের জীবন নিয়ে ছবি তৈরি হল? আদালতের দ্বারস্থ তাঁরা। এই ছবির ভবিষ্যৎ কী হবে তা সময় বলবে। তবে বলিউডে এর আগেও বাস্তবের ভারতীয় গুপ্তচরদের নিয়ে একাধিক ছবি তৈরি হয়েছে।

Advertisement

রাজ়ি: ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আলিয়া ভট্ট অভিনীত এই ছবি। ভারতীয় গুপ্তচর সেহমত খানের জীবন নিয়ে তৈরি এই ছবি। সেহমত ১৯৭১ সালে এক পাকিস্তানি সেনাকে বিয়ে করেছিলেন। ভারত-পাকিস্তান যুদ্ধের তথ্য সংগ্রহ করতেই এই কাজ করেছিলেন তিনি। বক্সঅফিসে দারুণ ব্যবসা করেছিল এই ছবি।

রোমিয়ো আকবর ওয়ালটার: ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিককে নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। ‘র’-এর গুপ্তচর ছিলেন। পাকিস্তানে অভিযান চালিয়েছেন তিনি। কৌশিকের ছদ্মনাম ছিল ‘দ্য ব্ল্যাক টাইগার’। এই ছবিতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। তবে নাটকীয়তা আনতে অনেক কাল্পনিক বিষয়ও ছবিতে রাখা হয়েছিল। যদিও বিশেষ সাফল্য লাভ করেনি সেই ছবি।

মিশন মজনু: গুপ্তচর রবীন্দ্র কৌশিককে নিয়েই আরও একটি ছবি তৈরি হয়েছিল। সিদ্ধার্থ মলহোত্র অভিনীত এই ছবি মুক্তি পায় ২০২৩ সালে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একটি অভিযান কী ভাবে বাতিল করেছিলেন কৌশিক, তা উঠে আসে এই ছবিতে। পর্দায় প্রথম জুটি বেঁধেছিলেন সিদ্ধার্থ ও রশ্মিকা মন্দানা। এই ছবিও বিশেষ সফল হয়নি।

মাদ্রাজ ক্যাফে: ‘র’-এর গুপ্তচর কেভি উন্নিকৃষ্ণনের চরিত্রে অভিনয় করেছিলেন প্রকাশ বেলাওয়াড়ি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার ঘটনা এই ছবিতে উঠে এসেছিল। ছবিতে জন আব্রাহামও গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছিলেন। বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল ছবিটি।

আইবি৭১: ১৯৭১ সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধের সময়ে ভারতের বিরুদ্ধে যৌথ ষড়যন্ত্র করেছিল পাকিস্তান ও চিন। সেই পরিকল্পনা বানচাল করতে পাকিস্তানে পৌঁছেছিলেন ভারতের গুপ্তচরেরা। ছবির স্বার্থে কিছু কাল্পনিক বিষয় যোগ করা হয়েছিল। অভিনয় করেছিলেন বিদ্যুৎ জামওয়াল। বক্সঅফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এই ছবি।

Advertisement
আরও পড়ুন