Trina Saha

‘আমার জন্য নম্বর বাড়েও না, কমেও না’, টিআরপি তালিকায় পিছিয়ে ‘পরশুরাম আজকের নায়ক’, কী উত্তর নায়িকা তৃণার?

চলতি সপ্তাহে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। কী বলল গল্পের নায়িকা ‘তটিনী’?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৮:০৫
টিআরপি তালিকায় পিছিয়ে যাওয়া প্রসঙ্গে কী বললেন তৃণা সাহা?

টিআরপি তালিকায় পিছিয়ে যাওয়া প্রসঙ্গে কী বললেন তৃণা সাহা? ছবি: সংগৃহীত।

খুব বেশিদিন হয়নি শুরু হয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। শুরু হওয়ার পর থেকে এই কাহিনি দর্শকের ভালবাসা পেয়েছে। টিআরপি তালিকায় প্রথম স্থানে দেখা গিয়েছিল এই ধারাবাহিকের নাম। কিন্তু পুজোর সব ওলটপালট হয়ে গিয়েছে। প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে এই কাহিনি। এই ফল পেয়ে কী বলছেন পর্দার তটিনী?

Advertisement

প্রথম স্থানে থাকাকালীন তৃণা সাহা জানিয়েছিলেন, তিনি কোনও কিছু নিয়েই উত্তেজিত হন না। টিআরপি কমে যাওয়াতেও একই বক্তব্য তাঁর। তবে একেবারেই কি খারাপ লাগছে না তাঁর?

তৃণা বলেন, “সাতটা ধারাবাহিকে অভিনয় করে বুঝেছি, আমার জন্য টিআরপি ওঠেও না, টিআরপি পড়েও না। সবটাই দর্শকের উপর। কখন কার কোন গল্প ভাল লাগছে সেটা বোঝা কঠিন। তবে একদমই খারাপ লাগছে না, সেটা বললে ভুল হবে। কিন্তু ভাবছি না। এটাই তো শেষ সপ্তাহ নয়। আরও দিন আছে। আরও মন দিয়ে কাজ করার চেষ্টা করব।”

চলতি সপ্তাহে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। এই মুহূর্তে দিতিপ্রিয়া রায় এবং জীতু কমলের জুটি নিয়ে আলোচনা সর্বত্র। আর্য-অপর্ণার জুটিকে টপকে আবার কি নিজেদের হারানো জায়গা ফিরে পাবে পরশুরাম আর তটিনী? অপেক্ষা আগামী সপ্তাহের।

Advertisement
আরও পড়ুন