Rachana Banerjee

‘শুভশ্রীকে বলির পাঁঠা করা হচ্ছে’, মেসি-কাণ্ডে নায়িকার পাশে দাঁড়ালেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়

গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যা নিয়ে বিপুল বিতর্কের সম্মুখীন হতে হয় তাঁকে। এ প্রসঙ্গে নায়িকার হয়ে কথা বললেন রচনা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:০২
মেসি-কাণ্ডে শুভশ্রীর পাশে রচনা।

মেসি-কাণ্ডে শুভশ্রীর পাশে রচনা। ছবি: সংগৃহীত।

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে দেখার জন্য জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন সাধারণ মানুষ। কিন্তু সে আশা তাঁদের পূরণ হয়নি। শনিবারের সেই ভয়ঙ্কর কাণ্ডের রেশ এখনও যায়নি। সে দিন মাঠে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ওই ঘটনার পরে নায়িকাকে বার বার আক্রমণ করা হয়েছে। এ বার শুভশ্রীর পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

যুবভারতীর মাঠে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে শুভশ্রীকেও নানা কটু মন্তব্য শুনতে হয়েছে। শেষে বাধ্য হয়ে অভিনেত্রীর হয়ে মুখ খোলেন তাঁর স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী। তাঁদের সন্তানদেরও আক্রমণ করা হচ্ছিল বলে জানিয়েছিলেন নায়িকা স্বয়ং। এ বার এই ঘটনায় কী বললেন রচনা?

কার্যত শুভশ্রীর পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ। বললেন, “শুভশ্রী শিল্পী মানুষ। তাঁকে ডাকা হয়েছিল বলে গিয়েছে। ও তো নিজের থেকে লাফিয়ে লাফিয়ে চলে যায়নি। এই ঘটনায় অকারণে শুভশ্রীকে বলির পাঁঠা করা হচ্ছে। ও এখানে কী করবে বলুন? শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই সেখানে তিনি গিয়েছেন।” মেসির সঙ্গে দেখা করার কি ইচ্ছা ছিল রচনারও?

তিনি স্পষ্ট জানিয়েছেন, কাতার বিশ্বকাপে মেসির ফুটবল খেলা তিনি দেখে এসেছেন। সুতরাং, তাঁর আর এ রকম কোনও ইচ্ছা ছিল না। তবে তাঁর খারাপ লাগছে, যাঁরা প্রথম বার মেসিকে স্বচক্ষে দেখবেন বলে আশা করেছিলেন, সেই আশা পূরণ হল না। তা ভেবে তিনি দুঃখিত।

Advertisement
আরও পড়ুন