Relation Between Sam-Triptii

আলোচিত প্রেমিকের পরিবারের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস! স্যামকেই শেষে মন দিলেন তৃপ্তি ডিমরী?

নায়িকা জন্মদিনের বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন। এ ভাবেই কি দীর্ঘ দিনের প্রেমে জল্পনায় সিলমোহর দিলেন তৃপ্তি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৪:১৫
তৃপ্তি ডিমরী এবং স্যাম মার্চেন্ট সম্পর্কে আছেন?

তৃপ্তি ডিমরী এবং স্যাম মার্চেন্ট সম্পর্কে আছেন? ছবি: ফেসবুক।

দেখতে দেখতে চার বছর পার। ২০২২ থেকে তাঁদের অঘোষিত প্রেম আলোচনায়। এ বার কি তাতেই সিলমোহর দিলেন ব্যবসায়ী স্যাম মার্চেন্ট, অভিনেত্রী তৃপ্তি ডিমরী?

Advertisement

শুক্রবার ব্যবসায়ীর জন্মদিন ছিল। পরিবারের সবাইকে নিয়ে ধুমধাম করেই পালিত হয় বিশেষ দিনটি। এ দিন পরিবারের সকলের সঙ্গে দেখা গিয়েছে তৃপ্তিকেও। সেই ভিডিয়ো ভাইরাল। নায়িকার মুখেচোখে হাসি! পরে হলুদ ছোট শার্ট আর ঢিলেঢালা জিন্‌স। নায়িকা যেন পাশের বাড়ির মেয়ে। সারা ক্ষণ তিনি স্যামের পাশে। কখনও চর্চিত প্রেমিকের জন্মদিনের কেক কাটার সময় হাততালি দিতে দেখা গিয়েছে তাঁকে, কখনও তিনি ব্যবসায়ী পরিবারের সঙ্গে খুনসুটিতে মেতেছেন।

ভাইরাল ভিডিয়ো দেখে হিন্দি বিনোদনদুনিয়ার দাবি, বিশেষ দিনে এ ভাবেই বুঝি তাঁদের সম্পর্কে সিলমোহর দিলেন তাঁরা! যদিও এখনও পর্যন্ত স্যাম বা তৃপ্তি, কেউই সরাসরি বিষয়টি নিয়ে মুখ খোলেননি। স্যামের জন্মদিনের অদেখা কিছু ছবি ভাগ করে নিয়েছেন তৃপ্তি। শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ীকে। এর থেকেই বুঝি দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন তাঁদের অনুরাগীরা!

Advertisement
আরও পড়ুন