Cardamom Rituals

টাকা আসবে হু-হু করে, পছন্দের মানুষ গ্রহণ করবে প্রেমের প্রস্তাব! এলাচের টোটকায় দুর্দিন বদলাবে সুদিনে

এলাচের কার্যকারিতা শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ তা নয়। জ্যোতিষশাস্ত্রেও এলাচের গুণ অনেক। টাকা নিজের দিকে আকৃষ্ট করতে অত্যন্ত কার্যকরী এলাচ।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৫:৩৪
cardamom

—প্রতীকী ছবি।

এলাচের স্বাদ এবং গন্ধের কোনও তুলনা হয় না। ঝাল বা নোনতা থেকে মিষ্টি, যে কোনও রান্নার স্বাদ বৃদ্ধিতে কার্যকরী এই মশলা। তবে এলাচের কার্যকারিতা শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ তা নয়। জ্যোতিষশাস্ত্রেও এলাচের গুণ অনেক। টাকা নিজের দিকে আকৃষ্ট করতে অত্যন্ত কার্যকরী এলাচ। এ ছাড়া নিত্য জীবনের আরও নানা সমস্যার সমাধান ঘটাতে সক্ষম এই মশলা। সহজ কিছু টোটকা পালনেই ঘটে ভাগ্যের উন্নতি।

Advertisement

টোটকা:

১) সামনেই আসছে ভালবাসার সপ্তাহ। মনের মানুষকে প্রেমের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা থাকলে মুখে একটা এলাচ দিয়ে যান। এলাচটি মুখে রেখেই তাঁকে ভালবাসার কথা বলুন, উত্তর পজ়িটিভ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এ ছাড়া সম্পর্কে জটিলতা থাকলেও সঙ্গীর সঙ্গে সেই বিষয়ে কথা বলার সময় মুখে একটা এলাচ রেখে কথা বলুন। দেখবেন নিমেষেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে।

২) চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় একটা এলাচ মুখে দিয়ে বাড়ি থেকে বার হন। তবে ওই এলাচটা যত ক্ষণ ইন্টারভিউ না হচ্ছে, তত ক্ষণ মুখে রেখে দিতে হবে। তা হলে ইন্টারভিউতে সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

৩) যাঁরা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, তাঁরা দুটো এলাচ রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস দুধের সঙ্গে ফুটিয়ে সেই দুধটা খেয়ে নিন। খুবই উপকার পাবেন।

৪) স্বামী-স্ত্রী হোক বা যে কোনও সম্পর্কের মধ্যে যদি ছেদ এসে যায়, সে ক্ষেত্রে একটা এলাচ নিজের হাতে করে তাঁকে খাওয়ার জন্য দিন। যদি এলাচটা সেই ব্যক্তি খায় তা হলে তাঁর দৃষ্টিভঙ্গি আপনার প্রতি বদলে যেতে পারে। আপনাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব ঘুচে যাবে।

৫) প্রায় রাতেই ভয়াল স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়? বালিশের নীচে দুটো এলাচ রেখে ঘুমোতে যান। পরদিন সকালে উঠে সেই এলাচ দুটো মাটির তলায় পুঁতে দিন। দেখবেন ঘুমের মধ্যে দুঃস্বপ্নের হানা কিছুটা হলেও কমে যাবে।

৬) আর্থিক সঙ্কট থেকে বাঁচতে শুক্রবার মা লক্ষ্মীর সামনে পাঁচটা এলাচ রেখে দিন এবং পুজো করুন। পরের দিন এলাচগুলো নিয়ে সিন্দুকে বা টাকা রাখার জায়গায় রেখে দিন। এতে আর্থিক সমস্যা অনেকটা কমে যাবে।

Advertisement
আরও পড়ুন