ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
দেখতে দেখতে নতুন বছর শুরু হয়ে এক মাস কেটেও গেল। ২০২৬ ঘিরে সকলের যত পরিকল্পনা ছিল তার কত দূর কী বাস্তবায়িত করা যাবে সে সম্বন্ধে একটা ধারণা অনেকেই পেয়ে গিয়েছেন। বহু মানুষ আশা ছেড়ে দিয়েছেন, অনেকে এখনও আশার উপর ভর করে এগিয়ে চলেছেন। আর্থিক ক্ষেত্র উন্নত করা নিয়ে সকলের মনেই নানা আকাঙ্ক্ষা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় বেতনের টাকাতে সংসার ঠিকঠাক চললেও, শখপূরণে সমস্যা হয়। সে ক্ষেত্রে লটারির পথ বেছে নিতে পারেন। তবে লটারি কাটলেই যে হাতে টাকা আসবে সেটা কেউ হলফ করে বলতে পারেন না। তাই প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটা যাচাই করে নেওয়া জরুরি। বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে লটারি কেটে কারা লাভবান হতে পারেন রাশি মিলিয়ে দেখে নিন।
মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের ফেব্রুয়ারি মাসে আয়ের দিক মধ্যম প্রকৃতির থাকবে। লটারির দিকে গেলে লাভ হতেও পারে, আবার না-ও হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই খুব ভেবেচিন্তে এই দিকে এগোন।
বৃষ– ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন। খুব ভাল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। মাসের মধ্য ভাগটা খুবই শুভ রয়েছে। এই সময় লটারি কাটার ইচ্ছা থাকলে কাটতে পারেন।
মিথুন– আর্থিক দিকে মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসটা বেশ শুভ। খুব বেশি অঙ্কের না কাটলেও, কম অঙ্কের লটারি এক বার কেটে দেখতে পারেন।
কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা এই মাসে খুব বুঝে তার পর লটারির টিকিট কাটবেন। অর্থপ্রাপ্তি একেবারে যে নেই তা নয়, তবে প্রবল ভাবে লটারির যোগ দেখা যাচ্ছে না। মাসের শেষের দিকে তো একেবারেই লটারির কাছে ঘেঁষবেন না।
সিংহ– এই মাসের প্রথমের দিকে সিংহ রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কেটে দেখতে পারেন। একটা সুযোগ হাতে এলেও আসতে পারে। কিন্তু মাসের মধ্য বা শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
কন্যা– অর্থপ্রাপ্তির দিকে কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসটা খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। তবে খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটতে যাবেন না। এই মাসের প্রথম দিকটা অর্থপ্রাপ্তির দিকে খুব শুভ থাকবে।
তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা এই মাসের মধ্য ভাগে এক বার লটারি কেটে দেখতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে। বাকি সময় লটারি কাটার দিকে ঝোঁক থাকলেও ভেবেচিন্তে এগোতে হবে।
বৃশ্চিক– ফেব্রুয়ারিতে বৃশ্চিক রাশির ব্যক্তিদের লটারির টিকিট কাটার জন্য খুব বেশি উৎসুক না হওয়াই ভাল হবে। এই মাসের একেবারে শেষের দিকে খুব কম অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন। বেশি অঙ্কে গেলে লোকসান হতে পারে।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসের শুরুর দিকটা বেশ ভাল দেখা যাচ্ছে। কিন্তু মধ্য আর শেষ ভাগে একেবারেই লটারির টিকিট কাটা ঠিক হবে না। এতে লোকসান হতে পারে।
মকর– ফেব্রুয়ারিতে মকর রাশির জাতক-জাতিকারা যৎসামান্য অঙ্কের লটারির টিকিট কাটতে পারেন। আর্থিক দিকটা খুব একটা ভাল নয়, হঠাৎ অর্থপ্রাপ্তিও খুব একটা দেখা যাচ্ছে না।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই মাসের প্রথম দিকে মন চাইলে লটারির টিকিট কাটতে পারেন। এই মাসে আয়ের থেকে ব্যয় বেশি দেখা যাচ্ছে। তাই বাকি সময় লটারি কাটা ঠিক হবে না।
মীন– ফেব্রুয়ারিতে মীন রাশির জাতক-জাতিকারা আর্থিক দিকে বেশ লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। মাসের যে কোনও সময় লটারির টিকিট কেটে ভাগ্য যাচাই করে দেখতে পারেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)