Tara Sutaria

সময় ভাল যাচ্ছে না! তারা সুতারিয়ার সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জন ছড়াতেই কী ঘটল বীরের জীবনে?

অনুরাগীদের ধারণা, এপি ঢিল্লোঁর সঙ্গে মঞ্চে তারার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি বীর। যিনি সর্বক্ষণ প্রেমিকাকে চোখে হারাতেন, তিনি এখন ‘তারা’হীন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৫:২০
(বাঁ দিকে) বীর পাহাড়িয়া, (ডান দিকে) তারা সুতারিয়া।

(বাঁ দিকে) বীর পাহাড়িয়া, (ডান দিকে) তারা সুতারিয়া। ছবি: সংগৃহীত।

বলিপাড়ার নতুন যুগল হিসাবে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া। অভিনেত্রী জানিয়েছিলেন, প্রেমিকের সঙ্গে চাঁদ দেখেন, সারারাত গান করেন। কিন্তু বলিউডে গুঞ্জন, বীরের সঙ্গে সেই সুখের সফরে ইতি টেনেছেন তারা। সম্প্রতি নূপুর সেননের বিয়ের অনুষ্ঠানেও একাই এসেছিলেন বীর। এ বার অভিনেতা দিলেন কোন ইঙ্গিত?

Advertisement

বলিউডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, গোপনীয়তা বজায় রেখেই সম্পর্কে দাঁড়ি টেনেছেন বীর-তারা। তবে কী কারণে বিচ্ছেদ, তা এখনও স্পষ্ট নয়। যদিও অনুরাগীদের ধারণা, এপি ঢিল্লোঁর সঙ্গে মঞ্চে তারার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি বীর। যিনি সর্বক্ষণ প্রেমিকাকে চোখে হারাতেন, তিনি এখন ‘তারা’হীন। সম্প্রতি দাদা শিখর ও তাঁর প্রেমিকা জাহ্নবী কপূরের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফেরেন তিনি। সেখানেও অনুপস্থিত ছিলেন তারা।

এই আবহে সম্প্রতি বীর সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে লেখেন, ‘‘ভাল হোক কিংবা খারাপ, সময় বদলাবে নিশ্চয়ই।’’ বীর মুখে কিছু না বললেও, তিনি যে ভাল নেই সেই বার্তাই যেন দিতে চেয়েছেন। অন্য দিকে তারাকে কোথাও কোনও অনুষ্ঠানেই প্রায় দেখা যাচ্ছে না। এপি ঢিল্লোঁর সঙ্গে মঞ্চে তাঁর ‘ঘনিষ্ঠতা’ নিয়ে বিতর্ক তৈরি হলে অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘‘সবাই আমার কেরিয়ার ও সম্পর্ক নষ্ট করতে উঠে-পড়ে লেগেছে।’’

তারার জীবনে বীর আসার আগেও একাধিক প্রেম ভেঙেছিল তাঁর। রাজ কপূরের নাতি আদর জৈনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে তাঁর ক্ষতে প্রলেপ লাগান বীর। তবে এখন তারা ও বীরের সম্পর্ক ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেই প্রসঙ্গে নিজেরা কিছুই বলেননি।

Advertisement
আরও পড়ুন