Dharmendra Hospitalized

ধর্মেন্দ্রকে ফের ভর্তি করানো হল হাসপাতালে, ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা, ফের কী এমন হল?

ধর্মেন্দ্রের শারীরিক অবস্থার অবনতি। এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৬:৩৭
অসুস্থ ধর্মেন্দ্র।

অসুস্থ ধর্মেন্দ্র। ছবি: সংগৃহীত।

আগামী মাসের ৮ তারিখ ৯০ বছরে পা দেবেন ধর্মেন্দ্র। তার আগেই ঘন ঘন শরীর খারাপ অভিনেতার। দিনকয়েক আগে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাঁকে। সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন বলেও জানা গিয়েছিল। হেমা মালিনী জানিয়েছিলেন, বর্ষীয়ান অভিনেতা ভাল আছেন। যদিও এ বার শোনা যাচ্ছে অভিনেতা নাকি ভেন্টিলেশনে রয়েছেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

Advertisement

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দিনকয়েক আগেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। কিন্তু রবিবার রাত থেকে অভিনেতার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বলে খবর। যদিও অভিনেতার পরিবার কিংবা হাসপাতালের তরফে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। খবর, খুব আশঙ্কার কিছু নেই, অভিনেতা নাকি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। যদিও তাঁর বয়সের কথা মাথায় রেখেই চেষ্টায় কোনও খামতি রাখতে চাইছে না অভিনেতার পরিবার।

চলতি বছরের শুরুতেই ধর্মেন্দ্র নিজে একটি পোস্ট করে জানিয়েছিলেন তিনি সুস্থ আছেন। এমনকি, এখন তিনি ফিট থাকতে কী কী করেন, তা নিয়েও নানা তথ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। প্রবীণ তারকা জানিয়েছিলেন, ফিট থাকতে তিনি নিয়মিত ফিজ়িয়োথেরাপির সাহায্য নিচ্ছেন। ‘রেজ়িস্ট্যান্ট’ ব্যান্ডের সাহায্যে পায়ের ব্যয়াম করার ভিডিয়োও পোস্ট করেছিলেন ধর্মেন্দ্র। ভিডিয়োয় অভিনেতা বলেছিলেন, ‘‘আমি ব্যয়াম করা শুরু করেছি। খুব ভাল লাগছে। মনে হয়, আপনারাও আমাকে এই ভাবে দেখে খুশি হয়েছেন।’’ আপাতত অভিনেতার ভক্তকুল তাঁর আরোগ্য কামনা করছে।

Advertisement
আরও পড়ুন