Vicky Kaushal

‘জীবনে যৌনতা বেশি দরকারি’, ক্যাটরিনা মা হতেই ভিকি কোন ইচ্ছের কথা জানালেন?

সদ্য বাবা হয়েছেন। এখন কিছুটা সময় স্ত্রী ও সন্তানকে দিতে চান ভিকি। এর মাঝেই নিজের যৌন চাহিদার কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৫:৪১
(বাঁ দিকে) ক্যাটরিনা কইফ, (ডান দিকে) ভিকি কৌশল।

(বাঁ দিকে) ক্যাটরিনা কইফ, (ডান দিকে) ভিকি কৌশল। ছবি: সংগৃহীত।

সদ্য বাবা হয়েছেন ভিকি কৌশল। সোমবার স্ত্রী ক্যাটরিনা ও পুত্রকে নিয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে নিজের যৌন ইচ্ছার কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা। অকপটে স্বীকার করে নিলেন, ভাল কথোপকথনের থেকেও বেশি দরকার ভাল যৌনতা।

Advertisement

সম্প্রতি ভিকি গিয়েছিলেন কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠান ‘টু মাচ’-এ। সেখানে ঢুকেই অভিনেতা জানিয়ে দেন, এই দুই নারীকে তিনি বেশ ভয়ই পান। যদিও টুইঙ্কল আশ্বস্ত করেন, এমন কিছু করবেন না তাঁরা। ভিকিকে এই অনুষ্ঠানেই কাজল প্রশ্ন করেন, ভাল যৌনতা না কি সঙ্গীর সঙ্গে ভাল আলোচনা, কোনটা বেশি দরকার তাঁর জীবনে? উত্তরে ভিকি স্পষ্ট বলেন, ‘‘ভাল কথাবার্তা তো চলতেই থাকে, কিন্তু যৌনতা…’’! ভিকির কথা শুনে একে অন্যের মুখ দেখাদেখি করেন কাজল ও টুইঙ্কল ।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভিকি ও ক্যাটরিনা জানান, সংসারে আসছে নতুন সদস্য। স্ফীতোদরের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।” গত শুক্রবার ভিকি সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘‘আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।’’ নিজেরাই জানান, পুত্রসন্তান হয়েছে।

Advertisement
আরও পড়ুন