Vijay-Rashmika Affair Rumour

ও-ই আমার সব... বিজয়ের সঙ্গে এক গাড়িতে রশ্মিকা! প্রকাশ্যেই একসঙ্গে বাইরে থেকে ফিরলেন?

বিজয়-রশ্মিকাকে একসঙ্গে বিমানবন্দরে দেখে প্রথমে বিস্মিত ছবিশিকারিরা। বিস্ময়ের ঘোর কাটতেই ঝলসে ওঠে তাঁদের ক্যামেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১১:১৬
বাড়ির পথে একসঙ্গে রশ্মিকা মন্দনা, বিজয় দেবেরাকোন্ডা।

বাড়ির পথে একসঙ্গে রশ্মিকা মন্দনা, বিজয় দেবেরাকোন্ডা। ফাইল চিত্র।

দিন কয়েক আগে ‘কুবারা’ ছবির গান আর ট্রেলার মুক্তি পেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছবির অভিনেতা-সহ পুরো টিম। উপস্থিত ছবির নায়িকা রশ্মিকা মন্দনাও। সেখানেই এক সাংবাদিক সটান প্রশ্ন করেন, নায়িকার কাছে বিজয় দেবেরাকোন্ডা কতখানি? হাসিতে লজ্জা ঢেকে সে দিন তাঁর জবাব ছিল, নায়ক তাঁর সব! রশ্মিকার উত্তর শুনে উল্লাসে ফেটে পড়েছিলেন উপস্থিত প্রত্যেকে। নড়ে বসেছিল দক্ষিণী এবং হিন্দি বিনোদন দুনিয়া। এ বারই কি বিয়ে? এমন প্রশ্নও তুলে দিয়েছিল অভিনেত্রীর বক্তব্য।

Advertisement

দিন কয়েক যেতে না যেতেই যুগলে একসঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন! মঙ্গলবার বিজয়-রশ্মিকা এক গাড়িতে বিমানবন্দরে। খবর, দু’জনেই একসঙ্গে বাড়ির পথে। ছবিশিকারিরা এমন দুর্লভ মুহূর্তে ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিতেই শোরগোল শুরু। সঙ্গে একঝাঁক প্রশ্ন। তাঁরা কি একসঙ্গে কোথাও থেকে ফিরলেন? রশ্মিকাকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন বিজয়, না কি উল্টোটা?

প্রশ্নের উত্তর মেলেনি। কারণ, চর্চিত তারকা যুগল মুখোশে মুখ ঢেকে চোখের পলকে গাড়িতে চেপে বেরিয়ে গিয়েছেন। তবে তাঁরা যে সম্পর্কে আছেন, এই ঘটনায় তা আরও এক বার প্রমাণিত। বিজয়-রশ্মিকার একসঙ্গে ঘরে ফেরার ছবি এবং মুহূর্ত দেখে তাঁদের ঘনিষ্ঠদের দাবি, চার হাত এক হতে বোধহয় আর বেশি দেরি নেই। তাই তাঁরা অবশেষে এ ভাবে প্রকাশ্যে।

Advertisement
আরও পড়ুন