Vijay Deverakonda in Maha Kumbh

মায়ের সঙ্গে মহাকুম্ভে ডুব বিজয়ের, প্রেমিকা রশ্মিকাকে খুশি করতে কোন বন্দোবস্ত করে গেলেন?

মহাকুম্ভে বিজয়ের সঙ্গে দেখা যায়নি রশ্মিকাকে। যদিও প্রেমিকার জন্য করে গিয়েছেন কোন বিশেষ বন্দোবস্ত?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১
Vijay Deverakonda plans special surprise for rumoured girlfriend Rashmika Mandanna before Maha Kumbh 2025 trip

(বাঁ দিকে) মহাকুম্ভে পুণ্যস্নানে বিজয় দেবরকোন্ডা, রশ্মিকা মন্দানা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ছোট করে কাটা চুল, গলায় রুদ্রাক্ষের মালা। পরনে গেরুয়া ধুতি। এমন রূপে মহাকুম্ভে পুণ্যস্নান করতে দেখা যায় অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে। তবে একা নন, অভিনেতা গিয়েছিলেন তাঁর মায়ের সঙ্গে। এ দিকে নিজের ছবি ‘ছাওয়া’র প্রচারে ব্যস্ত চর্চিত প্রেমিক রশ্মিকা মন্দানা। পাশাপাশি চলছে ‘সিকন্দর’ ছবির শুটিং। তাই মহাকুম্ভে বিজয়ের সঙ্গে দেখা যায়নি রশ্মিকাকে, যদিও প্রেমিকার জন্য করে গিয়েছেন বিশেষ বন্দোবস্ত।

Advertisement

রশ্মিকাকে ইদানীং বিজয়ের পরিবারের সঙ্গেও দেখা যাচ্ছে। তার আগে যুগলের একান্ত সাক্ষাৎ ফাঁস ছবিশিকারিদের কল্যাণে। তখন থেকেই গুঞ্জন, চলতি বছরেই নাকি চার হাত এক হতে চলেছে। আর মহাকুম্ভস্নান নাকি তারই প্রাক্‌ পর্ব! সংসারজীবনে যাতে কোনও দুষ্ট গ্রহ ছায়া ফেলতে না পারে, তার জন্যই পুণ্যস্নান সারলেন অভিনেতা। সঙ্গী মা মাধবী দেবরকোন্ডা। এর মাঝেই সমাজমাধ্যমে এক গোছা লাল গোলাপের ছবি দেন রশ্মিকা। তাতেই লেখেন, ‘‘তুমি আমাকে অভিভূত করার একটা মুহূর্ত ছাড়ো না।’’ গত কয়েক দিন ধরেই বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে আগল ভেঙেছেন। নিজের প্রেমজীবন নিয়ে নানা ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী। এ বার চার হাত এক হওয়ার দিন গুনছেন তাঁদের অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন