TRP Rating

প্রথম স্থান হারাল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, তটিনী-পরশুরামের কাহিনি রয়েছে কত নম্বরে?

শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই টিআরপি তালিকায় প্রথমে জায়গা করে নেয় ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকটি। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলছিল বেশ কিছু সপ্তাহ ধরে। এই সপ্তাহের কী ফলাফল?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৪:১৮
টিআরপি প্রতিযোগিতীয় হাড্ডাহাড্ডি লড়াই প্রফেসর বিদ্যা এবং পরশুরামের

টিআরপি প্রতিযোগিতীয় হাড্ডাহাড্ডি লড়াই প্রফেসর বিদ্যা এবং পরশুরামের ছবি: সংগৃহীত।

প্রতি সপ্তাহে টিআরপির নিরিখে বোঝা যায় দর্শকের পছন্দের তালিকায় রয়েছে কোন কোন ধারাবাহিক? যদিও ছোটপর্দার অভিনেতাদের যত বারই টিআরপি নিয়ে প্রশ্ন করা হয়েছে, তত বারই অভিনেতাদের দাবি, কেউই এই নম্বর নিয়ে ভাবেন না। তবে ভাল নম্বর যে নির্মাতাদের খানিক নিশ্চিন্ত করে, তা বলাই বাহুল্য। চলতি সপ্তাহেও প্রথমে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। বাকিরা কে কোথায়?

Advertisement

শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই টিআরপি তালিকায় প্রথমে জায়গা করে নেয় ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকটি। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলছিল বেশ কিছু সপ্তাহ ধরে। কিন্তু এই সপ্তাহের টিআরপি তালিকায় বিস্তর অদলবদল। প্রথম স্থানে এ বারেও রয়েছে তটিনী এবং পরশুরামের কাহিনি। তাদের প্রাপ্ত নম্বর ৬.৯।

মাঝের দু’সপ্তাহে প্রায় সব ধারাবাহিকের নম্বরই অনেকটা বেড়ে গিয়েছিল। কিন্তু এখন কিছুটা কমেছে নম্বর। বলা যেতে পারে নম্বর কমেছিল ‘পরিণীতা’র। তবে এই সপ্তাহে আবার নম্বর বেড়েছে এই ধারাবাহিকের। দ্বিতীয় স্থানে রয়েছে এই কাহিনি। তারা পেয়েছে ৬.৮। তৃতীয় স্থানে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। নম্বর কমলেও প্রথম তিনে নিজেদের জায়গা ধরে রেখেছে এই কাহিনি। তাদের প্রাপ্ত নম্বর ৬.৫। চলতি সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিক অনেক দিন ধরেই প্রথম পাঁচে নিজেদের জায়গা ধরে রেখেছে। প্রথম পাঁচে ফের হাজির ‘তারে ধরি ধরি মনে করি’। মাঝে এক বার প্রথম পাঁচে জায়গা করতে পারলেও তার পরে সে ভাবে টিআরপি তালিকায় দেখা যায়নি এই কাহিনির নাম। এ সপ্তাহে দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৩। আর পঞ্চমে রয়েছে ‘ও মোর দরদিয়া’। তারা পেয়েছে ৬.২।

Advertisement
আরও পড়ুন