প্রতীকী চিত্র।
গত বছরের শেষে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (সিএসআইআর ইউজিসি নেট)-এর আয়োজন করা হয়েছিল। শুক্রবার দু’লক্ষেরও বেশি পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত আনসার কি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বা জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা।
গত ১৮ ডিসেম্বর দেশ জুড়ে সিএসআইআর ইউজিসি নেট-এর আয়োজন করা হয়। পরীক্ষার ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করা হয় ৩০ ডিসেম্বর। এর পর পরীক্ষার্থীরা যে প্রশ্নের উত্তরে আপত্তি জানিয়েছিলেন, তা যাচাই করে চূড়ান্ত আনসার কি প্রকাশ করা হল শুক্রবার। চূড়ান্ত আনসার কি-র ভিত্তিতে শীঘ্রই ঘোষণা করা হবে সিএসআইআর নেট-এর ফলাফল।
কী ভাবে দেখবেন?
১। পরীক্ষার্থীদের csirnet.nta.ac.in-এ যেতে হবে।
২। এর পর হোমপেজ থেকে ‘ফাইনাল আনসার কি’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। লিঙ্কে ক্লিক করার পর আনসার কি স্ক্রিনে দেখা যাবে।
৪। পরীক্ষার্থীরা আনসার কি দেখে ডাউনলোড করে নিতে পারবেন।
উল্লেখ্য, প্রতি বছরই বিজ্ঞান ও প্রযুক্তির নানা বিষয়ে গবেষণা এবং শিক্ষকতার জন্য সিএসআইআর-ইউজিসি নেট করে এনটিএ। গত ১৮ ডিসেম্বর সিবিটি মাধ্যমে নেওয়া হয় সিএসআইআর-ইউজিসি নেট। পরীক্ষার আয়োজন করা হয় দু’টি শিফ্টে। পরীক্ষার পূর্ণমান ছিল ২০০।