(বাঁ দিকে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ বার কিভে আমন্ত্রণ জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এ বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিভে আসার ‘চ্যালেঞ্জ’ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তিনি এ-ও ঘোষণা করেছেন, মস্কো যদি আক্রমণ বন্ধ করে, একমাত্র তবেই ইউক্রেন আর হামলা চালাবে না!
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ়েলেনস্কি বলেন, ‘‘আমরা যুদ্ধের অবসান চাই। উত্তেজনা প্রশমিত করতে প্রস্তুত। তবে রাশিয়া যদি আমাদের জ্বালানি পরিকাঠামোর উপর আক্রমণ না-করে, তবে আমরাও হামলা করব না।’’ তার পরেই পুতিনকে কিভে আসার চ্যালেঞ্জ জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, পুতিনের আমন্ত্রণে মস্কো যেতে পারবেন না। তবে শান্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত। আলোচনার জন্য অন্য যে কোনও দেশে (রাশিয়া ছাড়া) যেতে রাজি বলেও জানান জ়েলেনস্কি। তার পরেই পুতিনের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমি তাঁকে কিভে আমন্ত্রণ জানাতে পারি। যদি সাহস করে আসতে চান আমি প্রকাশ্যে তাঁকে আমন্ত্রণ জানাচ্ছি।’’
বৃহস্পতিবার আমেরিকার ক্যাবিনেট বৈঠকে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন, তীব্র শৈত্যপ্রবাহের আবহে ইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখতে পুতিনকে আলাদা করে অনুরোধ করেছিলেন তিনি। আর তাতেই মন গলেছে রুশ প্রেসিডেন্টের! ট্রাম্প বলেন, ‘‘আমি ব্যক্তিগত ভাবে পুতিনকে এক সপ্তাহের জন্য কিভ-সহ অন্য শহরগুলিতে ক্ষেপণাস্ত্র বা গোলাগুলি না চালানোর অনুরোধ করেছিলাম। তিনি তা করতে রাজি হয়েছেন।’’ তবে ইউক্রেন জানিয়েছে, তারা এখনও পর্যন্ত সংঘর্ষবিরতি সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বার্তা পায়নি।
প্রসঙ্গত, ইউক্রেনের কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ২৭ ডিগ্রি সেলসিয়াস নীচে নেমে গিয়েছে। আগামী এক সপ্তাহ দেশের বেশির ভাগ অঞ্চলে রাতের তাপমাত্রা হিমাঙ্কের অন্তত ২০ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে বলে সে দেশের আবহাওয়া দফতরের পূর্বাভাস। দিনের বেলাও তাপমাত্রা থাকবে হিমাঙ্কের নীচে। বৃহস্পতিবার ক্রেমলিনের তরফে আনুষ্ঠানিক ভাবে শান্তি আলোচনার জন্য জ়েলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানানো হয়। তবে সেই আবেদনে সাড়া দিতে পারছেন না বলে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট।