প্রতীকী চিত্র।
মেডিক্যালের স্নাতকোত্তরের তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত রাখা হল। কাউন্সেলিংয়ের ‘চয়েস লকিং’ প্রক্রিয়া বন্ধ রাখা হবে বলে ঘোষণা করেছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই নিট পিজি সংক্রান্ত মামলা বিচারাধীন থাকাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে এমসিসি।
সম্প্রতি মেডিক্যালের স্নাতকোত্তরে সংরক্ষিতদের -৪০ নম্বর নিয়েও ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয় কমিটির তরফে। এর বিরোধিতায় সরব হন বহু মানুষ। দেশে মেডিক্যাল শিক্ষার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে দায়ের করা হয় জনস্বার্থ মামলা। যে হেতু শীর্ষ আদালতে বিষয়টি বিচারাধীন, তাই ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নির্দেশে এমসিসি নিট পিজি কাউন্সেলিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছিল নিট পিজি তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন। ২৬ জানুয়ারি ছিল আবেদনের শেষ দিন। ২৬ জানুয়ারির মধ্যেই নিজেদের পছন্দের কোর্স এবং কলেজ বেছে নেওয়ার সময় দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে বেশ কিছু কলেজ তাদের আসন প্রত্যাহার করে। আবার বেশ কিছু প্রতিষ্ঠান এবং আসন যোগও করা হয়। এর পর নতুন আসনগুলিতে ভর্তির জন্য ‘চয়েস ফিলিং’ এর সময় দেওয়া হয়েছিল ৩০ জানুয়ারি পর্যন্ত। পাশাপাশি, ‘চয়েস লকিং’-এর সময়সীমা ছিল ২৯ থেকে ৩০ জানুয়ারি।