Dog Attack

কুকুরের হামলায় ক্ষতবিক্ষত মহিলা, বাড়ি থেকে বার হতেই ঝাঁপিয়ে পড়ে ঘাড়ে কামড়, উদ্ধার কোনওরকমে, ভর্তি হাসপাতালে

জানা গিয়েছে, গত ২৬ জানুয়ারি সকাল ৭টা নাগাদ বাড়ি থেকে বার হন মহিলা। বাড়ি থেকে কয়েক পা এগোতেই একটি পোষ্য কুকুর তাঁর দিকে তেড়ে আসেন। তিনি নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পারেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৮:১৬
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হামলার সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হামলার সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

বাড়ির বাইরে বেরোতেই মহিলার উপর হামলা চালাল পড়শির পোষ্য কুকুর। মহিলার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে পোষ্যটি। রাস্তায় পড়ে যান তিনি। তার পরই তাঁর শরীরের বিভিন্ন জায়গায় কামড় বসিয়ে দেয় পোষ্যটি। এমনই অভিযোগ উঠল বেঙ্গালুরুর এইচএসআর লেআউটের টিচার্স কলোনিতে।

Advertisement

জানা গিয়েছে, গত ২৬ জানুয়ারি সকাল ৭টা নাগাদ বাড়ি থেকে বার হন মহিলা। বাড়ি থেকে কয়েক পা এগোতেই একটি পোষ্য কুকুর তাঁর দিকে তেড়ে আসেন। তিনি নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পারেননি। তার পরই কুকুরের হামলার মুখে পড়েন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পোষ্যটি হামলা করায় এক ব্যক্তি মহিলার উদ্ধারে এগিয়ে আসেন। কুকুরটিকে টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেই সময় মহিলা কোনও রকমে উঠে বাড়ির দিকে ছুটে যান। তার পর গেট বন্ধ করে দেন। কুকুরটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই ওই ব্যক্তির উপরেও হামলার চেষ্টা করে সেটি। জানা গিয়েছে, মহিলার মুখে হাতে, পায়ে এবং ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছে পোষ্যটি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পড়শির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী।

Advertisement
আরও পড়ুন