CSIR CLRI Recruitment 2026

কলকাতা-সহ অন্য শহরে কর্মী খুঁজছে সিএসআইআর সিএলআরআই, আবেদন কী ভাবে?

পদের ভিত্তিতে নিযুক্তদের বেতন হবে মাসে ৩৫,৯৭৩ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫৩,৭২৮ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৮:১৪
CSIR-CLRI

সিএসআইআর-সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট-এ (সিএলআরআই)-এ কর্মখালি। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই সংস্থায় নানা পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা, কানপুর-সহ দেশের অন্য শহরে অবস্থিত সিএলআরআই-এর কেন্দ্রে।

Advertisement

সংস্থায় জুনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল, স্টোরস অ্যান্ড পারচেজ়, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে। শূন্যপদের সংখ্যা ১৩। নিয়োগের পর প্রথম দু’বছর কর্মীদের শিক্ষানবিশ হিসাবে রাখা হবে। পদের ভিত্তিতে নিযুক্তদের বেতন হবে মাসে ৩৫,৯৭৩ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫৩,৭২৮ টাকা।

পদ অনুযায়ী, আবেদনকারীদের জন্য ২৫ অথবা ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদনকারীদের দশমের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্য পদগুলির জন্য যোগ্যতার মাপকাঠি আলাদা, যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। অসংরক্ষিতদের জন্য নির্ধারিত আবেদনমূল্য ৫০০ টাকা। আগামী ২ মার্চ আবেদনের শেষ দিন। পদগুলিতে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা বা কিছু ক্ষেত্রে কম্পিউটারে টাইপ করার দক্ষতা যাচাই করে দেখা হবে।

Advertisement
আরও পড়ুন