Zubeen Garg's funeral

সম্পন্ন হল জ়ুবিন গার্গের শেষকৃত্য, উপচে পড়ল ভিড়, নিঃসন্তান শিল্পীর মুখাগ্নি করলেন কে?

জ়ুবিনের মৃত্যুশোক এখনও কাটেনি। মঙ্গলবার হল গায়কের শেষকৃত্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৬
জ়ুবিন গার্গের পার্থিব শরীর পঞ্চভূতে বিলীন।

জ়ুবিন গার্গের পার্থিব শরীর পঞ্চভূতে বিলীন। ছবি: সংগৃহীত।

শেষযাত্রায় জ়ুবিন গার্গ। চন্দনকাঠ দিয়ে তৈরি হল অন্তিম শয্যা। নিঃসন্তান গায়কের মুখাগ্নি করলেন কে?

Advertisement

গায়কের অন্ত্যেষ্টিক্রিয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। স্বামীর শেষযাত্রায় একমুহূর্তও পাশ থেকে সরেননি স্ত্রী গরিমা। উপচে পড়ছিল ভিড়। জ়ুবিনের মুখে আগুন দিলেন ছোট বোন পামী বড়ঠাকুর। সঙ্গে ছিলেন জ়ুবিনের ঘনিষ্ঠ সহযোগী অরুণ এবং কবি-গীতিকার রাহুল।

রবিবার অসমে পৌঁছেছে জ়ুবিন গার্গের নিথর দেহ। প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পথে নামেন তাঁর হাজারো অনুরাগী। সোমবারও প্রায় একই চিত্র দেখা গেল সরুসজাই স্টেডিয়ামে। অগুনতি মানুষের মাঝে এ দিন নিয়ে আসা হয় জ়ুবিনের চার পোষ্য সারমেয়কে।

প্রসঙ্গত, গায়কের মরদেহের নতুন করে ময়নাতদন্ত করতে হবে বলে সোমবার নির্দেশ দিয়েছে অসম সরকার। প্রথম ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। তার পরেও থেকে গিয়েছিল বেশ কিছু ধোঁয়াশা। তাই মঙ্গলবার ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে অসম সরকার।

Advertisement
আরও পড়ুন