পথিকৃৎ বসুর ‘অনন্ত সিংহ’-এর জীবনীতে মিমি চক্রবর্তী! ছবি: ফেসবুক।
কেউ বলছেন ঝাড়খণ্ডে শুটিং চলছে। কেউ বলছেন কলকাতায়। প্রকৃত ঘটনা, জোরকদমে শুট চলছে পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর। তাতেই চমক একাধিক। ছবিতে একটি বিশেষ নাচের দৃশ্যে দেখা যাবে মিমি চক্রবর্তীকে!
ছবিতে অভিনেতা এবং তারকার ছড়াছড়ি। বিপ্লবী অনন্ত সিংহের জীবন নিয়ে ছবি। নায়কের ভূমিকায় জিৎ। চরিত্রের জন্য ওজন ঝরানোর পাশাপাশি তিনি লাঠিখেলা শিখেছেন। মার্শাল আর্টেরও প্রশিক্ষণ নিয়েছেন। উচ্চারণ থেকে হাঁটাচলা— সবেতেই বদল এনেছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের খবর, ছবির বাড়তি আকর্ষণ মিমি। তাঁকে একটিমাত্র গানের দৃশ্যে দেখা যাবে। প্রসঙ্গত, পথিকৃতের ছবিতে বিশেষ দৃশ্যে অভিনয়ের পাশাপাশি মিমি সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র নায়িকা। এ ছাড়াও পথিকৃতের ছবিতে দুটো গুরুত্বপূর্ণ ছবিতে দেখা যাবে কৌশিক সেন আর চন্দন সেনকে। পুলিশ অফিসারের ভূমিকায় টোটা রায়চৌধুরী।
জিতের নায়িকা দেবোত্তমা সাহা? ছবি: ফেসবুক।
বিপ্লবীর জীবনে প্রেমের অস্তিত্ত্ব নেই। অনন্ত সিংহের জীবনেও ছিল না। শোনা যায়, দেশের কাজে যোগ দেওয়ার আগে তাঁর জীবনে কিশোরপ্রেমের নাকি ছায়া পড়েছিল। সেই ভূমিকায় দেখা যেতে পারে নতুন মুখকে। যিনি এর আগে বাংলা ছবিতে কাজ করেননি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, নবাগতার নাম দেবোত্তমা সাহা। এ-ও জানা গিয়েছে, তাঁকে বলিউড থেকে আনা হয়েছে।
সদ্য স্ক্রিনিং কমিটির বৈঠক থেকে জানা গিয়েছে, আগামী পুজোয় দেব আর জিৎ মুখোমুখি। এমনও শোনা গিয়েছে, দেব হয়তো তাঁর হিট ছবি ‘খাদান’-এর সিক্যুয়েল উৎসবের মরসুমে ফিরিয়ে আনতে পারেন। বিপরীতে কি তা হলে জিতের ‘অনন্ত সিংহ’? আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল ছবির পরিচালকের সঙ্গে। তিনি ফোনে অধরা।