Puja Release 2026

‘ছবির চিত্রনাট্য-পরিচালক- প্রযোজক ঠিক না হলে কী করে কাজ করব!’ পুজোয় প্রসেনজিৎ আসছেন?

সৃজিত মুখোপাধ্যায়ের পরে ‘কাকাবাবু’র দায়িত্ব পরিচালক চন্দ্রাশিস রায়ের হাতে। আগামী দিনে ফ্র্যাঞ্চাইজ়ি তিনিই বানাবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৯:২০
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি দেবের ছবিতে অভিনয় করবেন?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি দেবের ছবিতে অভিনয় করবেন? ছবি: ফেসবুক।

সরস্বতীপুজোয় শিশু-কিশোরদের মনোরঞ্জনের দায়িত্ব তুলে নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাগ্‌দেবীর আরাধনার আগের দিন মুক্তি পেয়েছে তাঁর ‘বিজয়নগরের হীরে’। এই ছবি দিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের ‘ব্যাটন’ চন্দ্রাশিস রায়ের হাতে। চার বছর পরে বড়পর্দায় ফিরলেন ‘কাকাবাবু-সন্তু’।

Advertisement

ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত পুরো দল। সঙ্গে আমন্ত্রিত অভিনেতারা। তাঁদের মুখে তৃপ্তির হাসি দেখে স্বস্তিতে ‘কাকাবাবু’ প্রসেনজিৎ। আনন্দবাজার ডট কম তাঁর কাছে যেতেই বললেন, “খবর পাচ্ছি, দর্শকের ভাল লাগছে। ভালই টিকিট বিক্রি হচ্ছে।”

কিন্তু টলিউড যে উদ্গ্রীব তাঁর পুজোর ছবি নিয়ে! সদ্য দেব ঘোষণা করেছেন, এ বছর তাঁর পুজোর ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিতে অভিনয়ের জন্য প্রাথমিক কথাবার্তা চলছে প্রসেনজিতের সঙ্গে, তা-ও বলেন তিনি। এ বারের শারদীয়ায় কি তা হলে দেবের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন ‘বুম্বাদা’? প্রসেনজিৎ এ প্রসঙ্গে বলেছেন, “যখন সিনেমা বানাই বা অভিনয় করি, তখন আমার হাতে চিত্রনাট্য থাকতে হবে। ছবির নাম থাকতে হবে। আমার সঙ্গে আমার পরিচালককেও থাকতে হবে। এই তিনটি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাতে যদি আমি এক বছর কাজ না-ও করি, কিচ্ছু এসে যায় না।”

দেবের সঙ্গে পুজোর ছবিতে অভিনয়প্রসঙ্গে প্রসেনজিতের আরও বক্তব্য, “ছবি দেখে, তৈরি হয়ে, পুজোয় আসার মতো হলে আসব। না হলে আসব না।”

এর পরেই অভিনেতা ফিরে গিয়েছেন ‘কাকাবাবু’ প্রসঙ্গে। তিনি উচ্ছ্বসিত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ছাত্র’ চন্দ্রাশিসের সঙ্গে কাজ করে। তিনি বলেছেন, “ওর কাজে বুদ্ধির ছাপ থাকে বরাবর। খুব যত্ন নিয়ে ছবি বানায়। করোনাকালে ওর সঙ্গে ‘নিরন্তর’ বলে একটি ছবিতে কাজ করেছিলাম। ছবিটি ছোটপর্দায় মুক্তি পেয়েছিল। চন্দ্রাশিসের পরিচালনার তখন থেকেই আমি ভক্ত।” সৃজিতের সঙ্গে ‘কাকাবাবু’তে কাজের অভিজ্ঞতাও কথাপ্রসঙ্গে ফিরিয়ে এনেছেন তিনি। ১৩ বছর ধরে তিনি পরিচালকের তিনটি ছবিতে ‘কাকাবাবু’ হিসাবে অভিনয় করেছেন। চন্দ্রাশিস তাঁর মতো করে স্বতন্ত্র। তাঁর মতে, সৃজিত বা চন্দ্রাশিস প্রত্যেকেই ভাল ছবি উপহার দিতে পেরেছেন, কারণ, ছবির গল্পের বাঁধন। তাঁর কথায়, “এর সমস্ত কৃতিত্ব প্রাপ্য প্রয়াত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের।”

‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজ়ি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কি এ বার চন্দ্রাশিসের উপরে? প্রসেনজিতের মতে, “এখনই এই কথা বলার সময় আসেনি। চন্দ্রাশিসের হাতেও কাজ রয়েছে অনেক। দেখা যাক, আগামী দিনে কী হয়।”

Advertisement
আরও পড়ুন