Biopic Of Mahua Roychowdhury

গান গাইবেন, অভিনয়ও করবেন দেবলীনা! মহুয়ার জীবনীছবিতে অঙ্কিতার সঙ্গে থাকবেন দিব্যাণীও

দেবলীনা এর আগেও অভিনয় করেছেন। নায়িকার ঠোঁটে ব্যবহৃত গানে কণ্ঠ দেওয়া ছাড়াও অভিনয় করবেন তিনি। মহুয়ার কোন বয়সকে পর্দায় তুলে ধরবেন দিব্যাণী?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১০:৪০
মহুয়া রায়চৌধুরীর জীবনীছবিতে দিব্যাণী মণ্ডল, দেবলীনা নন্দী।

মহুয়া রায়চৌধুরীর জীবনীছবিতে দিব্যাণী মণ্ডল, দেবলীনা নন্দী। ছবি: ফেসবুক।

সাংসারিক অশান্তিতে জেরবার। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। এ বার খবর, মহুয়া রায়চৌধুরীর জীবনীছবিতে নাকি দেবলীনা নন্দী একাধারে গায়িকা ও অভিনেত্রী! গুঞ্জন, প্রয়াত অভিনেত্রীর দিদির ভূমিকায় নাকি অভিনয় করতে পারেন তিনি।

Advertisement

চমক আরও আছে। এই ছবিতে ছোটপর্দার দুই জনপ্রিয় নায়িকা অঙ্কিতা মল্লিক এবং দিব্যাণী মণ্ডল অভিনয় করবেন, একই চরিত্রে!

প্রযোজক রানা সরকারের এই ছবিতে নায়িকার ঠোঁটে ব্যবহৃত গান গাইবেন দেবলীনা। খবর ছড়িয়ে পড়তেই নড়ে বসেছিল সমাজমাধ্যম এবং টলিউড। প্রযোজকের পদক্ষেপকে স্বাগত জানিয়েছিল টলিউড। আনন্দবাজার ডট কম-কে রানা বলেছিলেন, “মহুয়ার জীবনের সঙ্গে দেবলীনার জীবনের অনেক মিল। মহুয়াও এ ভাবে নীরবে অত্যাচার সহ্য করেছিলেন। সেই যন্ত্রণা দেবলীনাই গানে ফোটাতে পারবেন। তাই তাঁকে নেওয়া।”

হালফিলের খবর, গান ছাড়াও দেবলীনা অন্য ভাবে যুক্ত এই ছবিতে। দেবলীনা প্রয়াত অভিনেত্রীর জীবনীছবির অভিনেত্রীও!

কেন গায়িকা একই ছবিতে অভিনয়ও করবেন? প্রশ্ন করা হয়েছিল প্রযোজককে। তিনি বলেন, “মহুয়া রায়চৌধুরীর মুখের আদলের সঙ্গে হাল্কা সাদৃশ্য রয়েছে দেবলীনার। তাই মনে হয়েছে, ওঁর পরিবারের সদস্য হিসাবে মানাতে পারে দেবলীনাকে। এর আগে ছোটপর্দায় অভিনয়ও করেছেন দেবলীনা।” তাই তাঁর কথা ভাবছেন প্রযোজক। দেবলীনার সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। বার্তাও পাঠানো হয় তাঁকে। দেবলীনা এখনও এ বিষয়ে কোনও কথা বলেননি।

তবে এর আগে তিনি আনন্দবাজার ডট কম-কে জানিয়েছিলেন, তিনি বিশ্বাস করতে চাইছেন, জীবন তাঁকে দ্বিতীয় বার সুযোগ দিয়েছে। সেই সুযোগ তাঁকে কাজে লাগাতে হবে। জীবনের মূল স্রোতে ফিরতে হবে। এই খবরে তিনি একা নন, তাঁর পরিবারের বাকিরাও যে অনেকটা আশার আলো দেখতে পাচ্ছেন, সে কথা জানাতে ভোলেননি তিনি। প্রসঙ্গত, দেবলীনা এর আগে ধারাবাহিক ‘গোয়েন্দা গিন্নি’তে অভিনয় করেছেন।

আনন্দবাজার ডট কম প্রথম জানিয়েছিল, মহুয়ার জীবনীছবিতে থাকতে পারেন ছোটপর্দার ‘ফুলকি’ও। এই খবরেও সিলমোহর দিয়েছেন প্রযোজক। জানা গিয়েছে, মহুয়ার তরুণী বয়সের চরিত্রে দেখা যাবে ছোটপর্দার এই নায়িকাকে। ইতিমধ্যেই রূপসজ্জাশিল্পী সোমনাথ কুণ্ডু ‘লুক’ সেট করেছেন দিব্যাণীর। প্রযোজক, পরিচালক রাজদীপ ঘোষের পছন্দ হয়েছে সেই ‘লুক’। খুশি অভিনেত্রীও। তবে এখনই এই প্রসঙ্গে তিনি কিছু বলতে চাননি।

Advertisement
আরও পড়ুন