Shah Rukh- Salman- Aamir

এক ছবিতে শাহরুখ, সলমন ও আমির! সৌদি আরবে গিয়ে কোন অসাধ্য সাধন করলেন তিন খান?

তিন খানের সমীকরণ নিয়ে বি-টাউনে আলোচনা হয় প্রায়ই। তাই তিন জনকে এক ছবিতে দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১২:১৮
শাহরুখ, সলমন ও আমির এক ছবিতে।

শাহরুখ, সলমন ও আমির এক ছবিতে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

একসঙ্গে শাহরুখ খান, সলমন খান ও আমির খান। তিন খানের সমীকরণ নিয়ে বি-টাউনে আলোচনা হয় প্রায়ই। তাই তিন জনকে এক ছবিতে দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। চলচ্চিত্রে নয়। তবে সমাজমাধ্যমের একটি ছবিতে তিন খান ধরা দিলেন, একসঙ্গে। এই ছবি অমূল্য, দাবি করছেন তিন খানের অনুরাগীরা।

Advertisement

১৬ অক্টোবর সৌদি আরবের রিয়াদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ, সলমন ও আমির। তাঁদের নিয়ে একটি ছবি তোলেন নেটপ্রভাবী জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত। সেই ছবি মুহূর্তে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবিতে দেখা যাচ্ছে, মিস্টার বিস্টের এক পাশে শাহরুখ। আর এক পাশে সলমন ও আমির। ইনস্টাগ্রামের স্টোরিতে সেই ছবি ভাগ করে নিয়ে মিস্টার বিস্ট ভারতবাসীর উদ্দেশে প্রশ্ন করেছেন, “আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?” ছবিতে সলমন ছাড়া শাহরুখ, আমির ও মিস্টার বিস্টকে কালো রঙের পোশাকে দেখা যাচ্ছে। সলমনকে দেখা যায় ছাই রঙের প্যান্ট, শার্ট ও ব্লেজ়ারে।

এই পোস্ট ভাইরাল হতেই সমাজমাধ্যমে এক নেটাগরিক লেখেন, “অম্বানীর পরে তিন খানকে এক ছবিতে আনার ক্ষমতা একমাত্র মিস্টার বিস্টেরই রয়েছে। ভবিষ্যতে কি তিন জনকে মিস্টার বিস্টের সঙ্গে কোনও কাজে দেখা যাবে? সেই অপেক্ষায় রইলাম।”

উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত সিরিজ় ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’। এই সিরিজ়ে তিন খানকে একসঙ্গে দেখা যাবে, এই প্রত্যাশা ছিল অনেকেরই। তিন খান ক্যামিয়ো চরিত্রে রয়েছেন ঠিকই। কিন্তু তাঁদের এক দৃশ্যে একসঙ্গে দেখা যায়নি। তাই দর্শক এখনও বলিউডের তিন তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় দিন গুনছেন।

Advertisement
আরও পড়ুন