Aryan Khan

অশালীন ইঙ্গিতের অভিযোগ আরিয়ানের বিরুদ্ধে! থানায় অভিযোগ দায়ের, পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতার পুত্র

বেঙ্গালুরু থানায় এক আইনজীবী আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এ বার কংগ্রেস নেতা জ়মির আহমেদের পুত্র জ়ায়েদ খান পাশে দাঁড়ালেন আরিয়ানের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৭
আইনি জটে আরিয়ান।

আইনি জটে আরিয়ান। ছবি: সংগৃহীত।

প্রকাশ্যে নাকি অশালীন ইঙ্গিত করেছেন আরিয়ান খান। শাহরুখ-পুত্রের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ। বেঙ্গালুরু থানায় এক আইনজীবী আরিয়ানের বিরুদ্ধে এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন। এ বার কংগ্রেস নেতা জ়মির আহমেদের পুত্র জ়ায়েদ খান পাশে দাঁড়ালেন আরিয়ানের। জ়ায়েদ নিজেও উপস্থিত ছিলেন আরিয়ানের সঙ্গে।

Advertisement

জ়ায়েদের বক্তব্য, আরিয়ানের ইঙ্গিত মোটেই সাধারণ মানুষের উদ্দেশে ছিল না। সম্প্রতি, ২৮ নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন আরিয়ান। সেখানেই অশোকনগর এলাকার একটি পাব-এ দুই বন্ধুর সঙ্গে দেখা যায় তাঁকে। অভিযোগ, বন্ধুদের সঙ্গে আনন্দের মাঝে জনসমক্ষে নিজের দুই ‘মধ্যমা’ তুলে দেখান আরিয়ান। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই ভিডিয়ো ঘিরেই কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

জ়ায়েদ জানান, আরিয়ানের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের পরিচিতি। তিনি বলেন, “আমরা দু’জনই এক জায়গা থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছি। ও মেসেজ পাঠিয়ে বলেছিল, বেঙ্গালুরুতে আসছে।” ঠিক কী ঘটেছিল সেই দিন? একটি অনুষ্ঠানে আরিয়ানের সঙ্গে গিয়েছিলেন জ়ায়েদ। কংগ্রেস নেতার পুত্র বলেছেন, “আমরা যা আশা করেছিলাম, তার চেয়ে অনেক বেশি ভিড় ছিল সেই পাব-এ। আরিয়ান জানায়, এত ভিড় থাকলে ও থাকতে পারবে না। তখন ভিড় কমাতে উদ্যত হয় আরিয়ানের আপ্তসহায়ক, যিনি আরিয়ানের বন্ধুও।”

এই সবের পরে তাঁরা ব্যালকনিতে গিয়েছিলেন। নিজের সেই আপ্তসহায়ক তথা বন্ধুকেই নাকি মধ্যমা তুলে দেখিয়েছেন আরিয়ান। পাব-এ উপস্থিত মানুষের উদ্দেশে এই ইঙ্গিত নয়। দাবি করেছেন জ়ায়েদ।

এই ইঙ্গিতের জন্য ওয়েজ় হুসেন এস নামের এক আইনজীবী, বেঙ্গালুরুর কব্বন থানায় অভিযোগ দায়ের করেছেন শাহরুখ-পুত্রের বিরুদ্ধে। কর্নাটক রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, যেখানে এই ধরনের অঙ্গভঙ্গি করেছেন আরিয়ান, সেখানে উপস্থিত ছিলেন অনেক মহিলা। আইনজীবীর অভিযোগ, এই ধরনের কাজ, সাধারণ মানুষকে শুধু অস্বস্তিতেই ফেলেনি, বরং অপমান করেছে।

Advertisement
আরও পড়ুন