Zubeen Garg

‘আমাদের হাতে তুলে দিন’, জ়ুবিনের মৃত্যুতে অভিযুক্তদের কনভয় ঘিরে ধুন্ধুমার কাণ্ড, উত্তপ্ত অসম

জ়ুবিনের জন্য রাস্তায় নেমেছেন অসমের মানুষ। কারও হাতে পাথর, কারও হাতে পোস্টার, কেউ আবার কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিচ্ছেন। পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে উত্তেজিত জনতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৭:২৪
জ়ুবিনের জন্য বিচার চেয়ে উত্তপ্ত অসম।

জ়ুবিনের জন্য বিচার চেয়ে উত্তপ্ত অসম। ছবি: সংগৃহীত।

বুধবার অসমের বক্সা জেলায় ধুন্ধুমার কাণ্ড। জ়ুবিন গার্গের মৃত্যুতে অভিযুক্ত পাঁচ জনকে নিয়ে যাওয়া হচ্ছিল জেলে। কড়া পুলিশি নিরাপত্তা দিয়েই নিয়ে যাওয়া হচ্ছিল তাঁদের। আচমকা পুলিশের কনভয়ের উপর জনতার হামলা। স্লোগান শোনা যায়, ‘‘ওদের ভিতরে রাখা যাবে না, আমাদের হাতে তুলে দিন।’’ দু’পক্ষের মধ্যে শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়তে হয়।

Advertisement

কারও হাতে পাথর, কারও হাতে পোস্টার, কেউ আবার কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিচ্ছেন। পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে উত্তেজিত জনতা। জেলের বাইরে বেশ কিছু গাড়ি দাঁড় করানো ছিল। তাতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। মুহূর্তের মধ্যে জেলের বাইরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনায় আহত হয়েছেন সাধারণ মানুষ থেকে সাংবাদিকরা।

সিঙ্গাপুরে গায়কের আকস্মিক মৃত্যুর পর থেকে তোলপাড় গোটা দেশ। কী ভাবে মৃত্যু হল জ়ুবিনের, বার বার একই প্রশ্ন উঠছে। স্বামীর মৃত্যুর ন্যায়বিচার চেয়েছেন স্ত্রী গরিমা। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন জ়ুবিনের তুতো ভাই ও পুলিশ আধিকারিক সন্দীপন গার্গও। তার আগে গ্রেফতার হয়েছেন গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী, ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত ও সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত। গ্রেফতার করা হয়েছে গায়কের দুই নিরাপত্তা আধিকারিককেও।

Advertisement
আরও পড়ুন