Hidden Dangers of stuffed toys

শিশুর পছন্দের টেডি বেয়ার পরিষ্কার রাখেন তো? খেলনা থেকেও ছড়াতে পারে সংক্রামক জীবাণু, সতর্ক থাকুন

সফ্‌ট টয়ের বাইরের অংশ ও ভিতরের নরম ফোম খুব তাড়াতাড়ি ঘাম, ধুলোময়লা শোষণ করে নিতে পারে। বাইরেটা দেখতে চটকদার হলেও, লোমশ অংশে ধুলোময়লা, থুতু-লালা জমে তা রোগজীবাণুর আঁতুরঘর হয়ে ওঠে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৬:৩৩
A Recent Study suggest that childrens stuffed animals harbored Bacteria posing risk to kids health

সব খেলনা নিরাপদ নয়, বাবা-মায়েরা কী কী খেয়াল রাখবেন? ছবি: এআই।

নানা রঙের টেডি বিয়ার বেশ পছন্দ করে শিশু। যখনই দোকানে যান, বাড়ির ছোটদের জন্য সফ্‌ট টয় কেনেন। অনেকেই তা করেন। তবে খেয়াল রাখতে হবে, সব খেলনা শিশুর জন্য নিরাপদ নয়। দেখতে ভাল লাগলেই কিনে ফেলবেন না। ছোটদের হাতে খেলনা তুলে দেওয়ার আগে তা কতটা নিরাপদ, দেখে নেওয়া জরুরি। বিশেষ করে, এই সব স্টাফড খেলনা বা সফট টয় কিনলে সেগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও জরুরি। না হলে খেলনাই হয়ে উঠতে পারে বিপদের কারণ।

Advertisement

সফ্‌ট টয়ের বাইরের অংশ ও ভিতরের নরম ফোম খুব তাড়াতাড়ি ঘাম, ধুলোময়লা শোষণ করে নিতে পারে। বাইরেটা দেখতে চটকদার হলেও, লোমশ অংশে ধুলোময়লা, থুতু-লালা জমে তা রোগজীবাণুর আঁতুড়ঘর হয়ে ওঠে। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্ট রিসার্চ অ্যান্ড পাবলিক হেল্‌থ’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, যে কোনও রকম সফট টয়তেই ই-কোলাই ও স্ট্য়াফাইলোকক্কাস অরিয়াসের মতো ব্যাক্টেরিয়া জন্মাতে পারে। এই সব ব্যাক্টেরিয়া খুবই ছোঁয়াচে। সহজেই শিশুর শরীরে ঢুকে পড়তে পারে। আর ছোটদের অভ্যাসই থাকে খেলনা জাপটে শুয়ে পড়া বা মুখে দেওয়া, ফলে তা থেকে অ্যালার্জি জনিত রোগ, পেটের গোলমাল, বমি, ঘন ঘন পেটে যন্ত্রণা হতে পারে। এমনকি, ত্বকে জ্বালা, র‌্যাশ বা চর্মরোগের ঝুঁকিও বাড়তে পারে। খেলনায় জমে থাকা ধুলোময়লা থেকে হাঁপানির সমস্যাও হতে পারে। অপরিষ্কার খেলনা থেকে শিশুর চোখের রোগ হওয়াও অসম্ভব নয়। এর থেকে কনজাঙ্কটিভাইটিসের ঝুঁকিও বাড়তে পারে।

সফ্‌ট টয় পরিষ্কার রাখার উপায়

১) খেলনা ধোয়ার আগে অবশ্যই লেবেল বা ট্যাগ দেখে নিন। সেখানে পরিষ্কার করার সঠিক পদ্ধতি, যেমন– ওয়াশিং মেশিনে ধোয়া যাবে কি না, ড্রাই ক্লিন করতে হবে কি না, তা লেখা থাকবে।

২) অধিকাংশ সফ্‌ট টয় হালকা কাপড় কাচার সাবান ব্যবহার করে ওয়াশিং মেশিনে ধোয়া যায়। বিশেষ করে যে খেলনাগুলি নিয়ে শিশুরা ঘুমোয় বা সব সময়ে হাতে বা কোলে রাখে, সেগুলি নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।

৩) যে সব খেলনা মেশিনে ধোয়ার উপযুক্ত নয় সেগুলি হালকা গরম জলে সাবান দিয়ে হাতেই ধুয়ে নিন।

৪) যে সব সফট টয় জলে ভেজানো যাবে না, সেগুলি বেকিং সোডা দিয়ে পরিষ্কার করতে পারেন। নরম ব্রাশ বা শুকনো কাপড় দিয়ে ভাল ভাবে ঝেড়ে ও মুছে পরিষ্কার করুন।

৫) ধোয়ার পরে, খেলনাগুলি খোলা বাতাসে বা রোদে ভাল ভাবে শুকিয়ে নেওয়া জরুরি। রোদে শুকোতে পারলে ভাল হয়, এতে খেলনার গায়ে জমে থাকা ব্যাক্টেরিয়া নষ্ট হয়ে যাবে।

৬) শিশুর যদি অ্যালার্জির ধাত বা হাঁপানি জনিত সমস্যা থাকে, তা হলে এই ধরনের খেলনা হাতে না দেওয়াই ভাল।

Advertisement
আরও পড়ুন