Milind Soman fitness

৫ দিনে ৬০০ কিলোমিটার! সাইকেলে মুম্বই-গোয়া সফর মিলিন্দের, কী ভাবে সম্পূর্ণ করলেন?

ফিট থাকতে পছন্দ করেন মিলিন্দ সোমন। ফিটনেস সংক্রান্ত নানা চ্যালেঞ্জও গ্রহণ করেন তিনি। এ বার মিলিন্দের নতুন কীর্তি অনুরাগীদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৯:২৬
Bollywood actor and fitness enthusiast Milind Soman redefines fitness at 60 with a 600 km Mumbai to Goa challenge

সাইকেল এবং পায়ে হেঁটে মুম্বই থেকে গোয়া পৌঁছেছেন মিলিন্দ সোমন। ছবি: সংগৃহীত।

মিলন্দ সোমন অগণিত মানুষের অনুপ্ররণা। ৫৯ বছর বয়সেও অভিনেতা নিয়মিত শরীরচর্চা করেন। প্রতি দিন নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। সম্প্রতি, মুম্বই থেকে গোয়ায় উপস্থিত হন অভিনেতা। তবে গাড়ি বা বিমানে নয়, সাইকেল চালিয়ে এবং পায়ে হেঁটে ৬০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন অভিনেতা। সময় লেগেছে ৫ দিন। কী ভাবে এই সফর সম্পূর্ণ করেছেন, তা জানিয়েছেন মিলিন্দ।

Advertisement

মুম্বই থেকে গোয়া পৌঁছতে প্রতি দিন ৯০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন মিলিন্দ। তার পর ২০ কিলোমিটার পথ তিনি পায়ে হেঁটে অতিক্রম করেছেন। সমাজমাধ্যমে সফরের যে ছবি এবং ভিডিয়ো অভিনেতা ভাগ করে নিয়েছেন, সেখানে তাঁকে বৃষ্টির মধ্যেও সাইকেল চালাতে দেখা গিয়েছে। আবার কোথাও উঁচু-নিচু রাস্তায় জগিং করেছেন তিনি। মিলিন্দ এই সফরকে ‘অসাধারণ অভিজ্ঞতা’ হিসেবে উল্লেখ করেছেন।

সম্প্রতি, স্ত্রী অঙ্কিতা কোনারের সঙ্গে ২ দিনে ৩০ কিলোমিটার ট্রেক করে কেদারনাথে পৌঁছেছিলেন মিলিন্দ। অভিনেতা তাঁর ফিটনেস রহস্য নিয়ে একাধিক বার কথা বলেছেন। মিলিন্দ মূলত উদ্ভিজ্জ প্রোটিন খান, কখনও কখনও তার সঙ্গে ডিম, মুরগির মাংস বা খাসির মাংস রাখেন। চায়ে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেন। রাতের খাবার খেয়ে নেন সন্ধ্যা ৭টার মধ্যে। রাতের খাবারে মূলত সব্জি দিয়ে খিচুড়ি থাকে। মিলিন্দ জানিয়েছেন, প্রক্রিয়াজাত কোনও খাবার তিনি খান না।

Advertisement
আরও পড়ুন