Janhvi Kapoor Routine

চটকানো কলা মাখেন মুখে, পেট ভরান হালুমি চিজ়ে, যৌবন ধরে রাখতে আর কী কী করেন জাহ্নবী?

‘পরম সুন্দরী’ ছবির শুটিংয়ের ব্যস্ত দিনের সঙ্গে অনুরাগীদের পরিচয় করাতে সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন জাহ্নবী। যেখানে তাঁর দিনযাপনের খানিক ঝলক মিলেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ২০:১৭
জাহ্নবীর রূপরহস্য।

জাহ্নবীর রূপরহস্য। ছবি: সংগৃহীত।

কখনও মাসাবার নতুন পোশাক সম্ভারে, কখনও বা কান চলচ্চিত্রের মস্ত পর্দায়, কখনও আবার নতুন ছবির শুটিংয়ে। এখন পেশাজীবনের মধ্যগগনে বিরাজ করছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূর। ব্যস্ত জীবন, কায়িক পরিশ্রম, মানসিক চাপ, সাফল্যের আনন্দের পাশাপাশি সফলতা ধরে রাখার দুশ্চিন্তা। সব মিলিয়ে ২৮ বছরের নায়িকার স্বাস্থ্য ও ত্বকের উপর ক্ষতিকর প্রভাব পড়তেই পারে। কিন্তু সেই ক্ষতির সম্মুখীন হলে কাজ প্রভাবিত হয়ে যাবে। তাই সে ঝুঁকি নিতে পারেননি জাহ্নবী। সমস্যায় পড়ে মোকাবিলা করার চেয়ে সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। বনি কপূরের বড় কন্যার দিনলিপি জানলেই বোঝা যাবে, নিজেকে যত্নে রাখতে জানেন তিনি।

Advertisement

‘পরম সুন্দরী’ ছবির শুটিংয়ের ব্যস্ত দিনের সঙ্গে অনুরাগীদের পরিচয় করাতে সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন জাহ্নবী। যেখানে তাঁর দিনযাপনের খানিক ঝলক মিলেছে। দেখা গেল, শরীরচর্চার আগে প্রোটিন স্মুদি পান করলেন জাহ্নবী। তার পর ত্বকচর্চা করে ব্যায়াম করতে গেলেন। পিলাটিজ় করে, ট্রেডমিলে দৌড়ে শরীরচর্চা শেষ করলেন। কেজন ডিপ দিয়ে হালুমি চিজ় ভাজা খেয়ে ফের ত্বকচর্চায় মন দেন নায়িকা। প্রথমে ঘরোয়া ফেসপ্যাক লাগিয়ে খানিক ক্ষণ অপেক্ষা করার পর বরফজলে মুখ ডুবিয়ে ত্বক উজ্জ্বল ও টানটান করে নেন। মালাইভরা দই, মধু, কলা ভাল করে মিশিয়ে নিয়ে প্যাক মুখে লাগান এর পর। আলাদা করে একটু কমলালেবু থেকে রস বার করে ধীরে ধীরে প্যাকের উপর মুখে ঘষতে থাকেন। মাস্কটি ধুয়ে ফেলার পর, চোখের নীচে আমন্ডের তেল লাগালেন।

সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে জাহ্নবী কপূরের ছবি ‘পরম সুন্দরী’।

সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে জাহ্নবী কপূরের ছবি ‘পরম সুন্দরী’। ছবি: সংগৃহীত।

জাহ্নবীর রুটিন কতখানি স্বাস্থ্যকর?

প্রোটিন স্মুদি: প্রশিক্ষণের কয়েক ঘণ্টা আগে শরীরে প্রোটিন গেলে তা ব্যায়ামের সময়ে গায়ে জোর বাড়াবে। তবে শরীরচর্চার পর প্রোটিন স্মুদি খাওয়ারও পরামর্শ দেওয়া হয় অনেক সময়ে। তবে খালিপেটে ব্যায়াম করার চেয়ে আগে খেয়ে নিলেও ভাল।

হালুমি চিজ়: সাইপ্রাসের এক প্রকার চিজ়। আগে ছাগল ও ভেড়ার দুধের মিশ্রণ দিয়ে তৈরি করা হত। প্রোটিনের ভাল উৎস। যাঁরা মাংস খান না, তাঁদের জন্য এই চিজ় উপকারী। তবে এখন অনেক জায়গায় গরুর দুধ দিয়েও বানানো হয়। ভারতের একাধিক সংস্থা এটি তৈরি করে।

কার্ডিয়ো এবং পিলাটিজ়: ক্যালোরি ঝরাতে সাহায্য করে কার্ডিয়ো ব্যায়ামগুলি। অন্য দিকে পিলাটিজ় শরীরের ভারসাম্য বজায় রাখে, গতিশীলতা ও নমনীয়তা বাড়ায়।

বরফজলে মুখ ডোবানো: বরফ জলে মুখ ডুবিয়ে রাখলে ফোলা ভাব এবং প্রদাহ কমে, মুখের ত্বক টানটান হয় এবং রক্ত সঞ্চালন উন্নত হয়।

Advertisement
আরও পড়ুন