AI in healthcare

চিকিৎসা ক্ষেত্রে এআই কি উন্নততর পরিষেবা দেবে? কী জানাচ্ছে দেশের সমীক্ষা

চিকিৎসা পরিষেবায় এআই-এর ব্যবহার নিয়ে একটি সমীক্ষায় একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। তা ইতিবাচক, না কি উদ্বেগজনক?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৯:১৬
recent survey says 76% of Indian healthcare professionals are optimistic that AI can enhance patient outcomes

প্রতীকী চিত্র। ছবি: সংগৃহীত।

মানুষের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই)-র প্রবেশ সময়ের সঙ্গে বেড়েই চলেছে। তারই সঙ্গে বাড়ছে অগণিত মানুষের চাকরি হারানোর ভীতি। ভারতে গত কয়েক বছরে চিকিৎসা ক্ষেত্রে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীর অভাব দেখা দিয়েছে। অন্য দিকে, পাল্লা দিয়ে বাড়ছে হাসতাপাতালে রোগীর সংখ্যা। এমতাবস্থায় স্বাস্থ্যক্ষেত্রে এআই-এর ব্যবহারে নতুন তথ্য জানা গিয়েছে সাম্প্রতিক সমীক্ষায়।

Advertisement

কী দাবি করা হয়েছে

‘ফিলিপস্‌ ফিউচার হেল্‌থ ইনডেস্ক’ (এফএইচআই) এর দশম বার্যিক সমীক্ষায় দাবি করা হয়েছে, স্বাস্থ্যকর্মীরা মনে করছেন, এআই-এর উপস্থিতি আগামী দিনে রোগীকে আরও ভাল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সুবিধা প্রদান করবে।

কী ভাবে সমীক্ষা

‘এফএইচআই’ এই প্রসঙ্গে ১৬টি দেশের ১ হাজার ৯০০ জন স্বাস্থ্যকর্মীর কাছে এআই সম্পর্কিত নানা প্রশ্ন রাখে। এই সমীক্ষায় ১৬ হাজার রোগীর বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে সেখানে আরও বলা হয়েছে, ৭৬ শতাংশ ভারতীয় স্বাস্থ্যকর্মী মনে করছেন, রোগীর সুশ্রূষা এবং এবং ডিজিটাল দুনিয়ার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এআই অপরিহার্য। ভারতে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের স্বাস্থ্যকর্মীদের মতামত নেওয়া হয়েছে। সেখানে পেশাজনিত ক্লান্তি, হাসপাতাল পরিচালন কৌশল এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এআই সুবিধা প্রদান করতে পারে বলেই তাঁরা জানিয়েছেন।

আর কী জানা গিয়েছে

এই সমীক্ষায় ৮৭ শতাংশ স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, এআই আগামী দিনে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে সাহায্য করবে। ৭২ শতাংশ মানুষ জানিয়েছেন, সঠিক চিকিৎসা প্রদানে সাহায্য করবে। অন্য দিকে ৫৬ শতাংশ জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে এআই-এর মাধ্যমে কাজ শুরু হয়েছে। ৭৬ শতাংশ চিকিৎসক মনে করছেন, এআই যত্নের ক্ষেত্রে রোগীদের সঠিক নির্দেশ দিতে পারবে। অন্য দিকে ১০ জনের মধ্যে মাত্র ৪ জন জানিয়েছেন, এআই এবং চিকিৎসকের হাতে হাত মিলিয়ে সঠিক কাজ করতে আরও গবেষণা এবং পর্যবেক্ষণের প্রয়োজন। ৬৫ শতাংশ স্বাস্থ্যকর্মী যেমন মনে করছেন, অস্ত্রোপচারের সময় কমাতে এআই সাহায্য করতে পারে, তেমনই ৪৫ শতাংশ মানুষ এআই-এর ব্যবহারের আগে সঠিক গাইডলাইনের দাবি জানিয়েছেন।

‘এফএইচআই’-এর ম্যানেজিং ডিরেক্টর ভরত শেষা বলেন, ‘‘ভারত বর্তমানে স্বাস্থ্য পরিষেবার রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা দেখছি, তা কেবল দক্ষতার জন্য নয়, বরং আরও উন্নত চিকিৎসার জন্য এআই-এর প্রতি বাড়তে থাকা আস্থার প্রতিফলন।’’ দেশের ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা যে ভাবে উন্নত হতে শুরু করেছে, সেখানে নিকট ভবিষ্যতে এআই নির্ভরতা আখেরে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটাবে বলেই মনে করছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন