Rishabh Pant’s Health Update

পায়ে গুরুতর চোট, ‘মেটাটারসাল ফ্র্যাকচার’ হয়েছে ঋষভের? কী এই সমস্যা, সারবে কেমন ভাবে?

ডান পায়ে ‘মেটাটারসাল ফ্র্যাকচার’ হয়েছে ঋষভের। সম্ভবত পায়ের মাঝখানে হাড়ে চিড় ধরেছে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৬:৩৯
Rishabh Pant faces a painful metatarsal fracture, is this injury serious

পায়ে কী সমস্যা হয়েছে ঋষভ পন্থের? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পায়ে গুরুতর চোট পেয়েছেন ঋষভ পন্থ। চতুর্থ টেস্টের প্রথম দিনেই ডান পায়ে আঘাত লাগে তাঁর। দেখা যায়, পা ফুলে গিয়েছে ঋষভের, পায়ে ক্ষতও তৈরি হয়েছে। মাটিতে পা ফেলতেও কষ্ট হচ্ছিল তাঁর। স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ঋষভের পায়ে কী সমস্যা হয়েছে, তা নিয়ে আলোচনা চলছে। জানা গিয়েছে, ডান পায়ে ‘মেটাটারসাল ফ্র্যাকচার’ হয়েছে ঋষভের। সম্ভবত পায়ের মাঝখানে হাড়ে চির ধরেছে তাঁর।

Advertisement

মেটাটারসাল ফ্র্যাকচার কী?

পায়ের মাঝখানের বড় হাড়টিকে বলা হয় মেটাটারসাল হাড়। পায়ের আঙুল থেকে গোড়ালি অবধি বিস্তৃত থাকে এটি। এই হাড়টি পায়ের পাঁচটি আঙুলের হাড়ের সঙ্গে সংযুক্ত থাকে। এর কাজই হল শরীরের ভার বহন করা। এই হাড়ে চির ধরলে, তখন হাঁটতে-চলতে কষ্ট হবে, মাটিতে পা ফেলতে গেলেই যন্ত্রণা হবে। সেই সঙ্গে পায়ের পেশিতে প্রচণ্ড প্রদাহ হবে, ফলে পা লাল হয়ে ফুলে যাবে।

মেটাটারসাল ফ্র্যাকচার দু’রকম হয়, ১) ট্রমাটিক বা অ্যাকিউট ফ্র্যাকটার ও ২) স্ট্রেস ফ্র্যাকচার। আচমকা যদি পায়ে আঘাত লাগে, ভারী কিছু পায়ের পাতার উপর পড়ে তা হলে হাড়ে হালকা চিড় ধরতে পারে, সে ক্ষেত্রে ট্রমাটিক ফ্র্যাকচার হয়। আর স্ট্রেস ফ্র্যাকচার সাধারণত খেলোয়াড়দের বেশি হয়। দিনের পর দিন দৌড়নো, লাফানো, বার বার পড়ে যাওয়া বা পায়ে আঘাত লাগার কারণে হাড়ে চিড় বা ফাটল ধরতে পারে। তবে ঋষভের পায়ে বল লেগে হাড়ে চিড় ধরেছে বলেই মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে অ্যকিউট ফ্র্যাকচার হওয়ার আশঙ্কাই বেশি।

এই বিষয়ে চিকিৎসক সুব্রত গড়াইয়ের মত, মেটাটারসাল ফ্র্যাকচার অল্পের উপর হলে অস্ত্রোপচার করার দরকার পড়ে না। আঘাত লাগার জায়গায় তীব্র যন্ত্রণা হয়, কালশিটে পড়ে যায়। তাই পা-কে পুরোপুরি বিশ্রাম দিতে হবে। পায়ের উপর কোনও চাপ দেওয়া যাবে না। ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখলে পায়ের ফোলা ভাব কমে যায়। ওয়াকিং বুট বা স্প্লিন্ট দিয়ে পা-কে স্থিতিশীল রাখা যেতে পারে। তবে পায়ের হাড়ে কতটা চিড় ধরেছে তা জানতে সিটি স্ক্যান বা এক্স-রে করিয়ে নেওয়া ভাল। যদি দেখা যায় যে, হাড়ের স্থানচ্যুতি ঘটেছে বা লিগামেন্ট ছিড়ে গিয়েছে, তখন অস্ত্রোপচার করার প্রয়োজন হতে পারে।

Advertisement
আরও পড়ুন