kidney damage cure

একটি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কিডনি সুস্থ হবে, নতুন গবেষণা আর কী কী ইঙ্গিত দিল?

ক্ষতিগ্রস্ত কিডনিকে সুস্থ করা সম্ভব। সাম্প্রতিক গবেষণা সে দিকেই নির্দেশ করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৭:৫৯
Scientists claim to have found a simple way to reverse kidney damage

প্রতীকী চিত্র।

সুস্থ থাকতে কিডনির স্বাস্থ্য ভাল রাখা জরুরি। কারণ, দেহ থেকে বর্জ্য পদার্থ বের করতে দুটি কিডনি নিরন্তর কাজ করে। কিন্তু কিডনির কোনও কোনও সমস্যা অনেক সময়ে সহজে বোঝা যায় না। আর যখন উপসর্গ প্রকাশ্যে আসে, তখন অনেকটাই দেরি হয়ে যেতে পারে। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, কিডনির সমস্যা দূর করা সম্ভব। সম্প্রতি একটি গবেষণাপত্রে এই প্রসঙ্গে নতুন ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Advertisement

‘সেল মেটাবলিজ়ম’ জার্নালে আমেরিকার ইউনিভার্সিটি অফ ইউটার তরফে কিডনি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, ইঁদুরের দেহে পরীক্ষা করে দেখা গিয়েছে ক্ষতিগ্রস্ত কিডনিকে আগের অবস্থার ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সেরামাইড নামক এক প্রকার ক্ষতিকারক ফ্যাটের প্রবেশ বন্ধ করা গেলে কিডনির স্বাস্থ্য ফিরিয়ে আনা সম্ভব।

গবেষক দলের প্রধান অধ্যাপক স্কট সমার্স জানিয়েছেন, ইঁদুরের দেহে সেরামাইডের জিনগত পরিবর্তন ঘটিয়ে দেখা গিয়েছে, তাদের আর কিডনির সমস্যা হয়নি। সেরামাইড কী ভাবে কিডনির মূল চালিকাশক্তি মাইটোকন্ড্রিয়ার ক্ষতি করে, তা-ও গবেষকেরা জানতে পেরেছেন। তার ফলে কোষের শক্তি কমে যায় এবং কিডনির ক্ষতি হতে শুরু করে। কিন্তু সেরামাইডের পরিমাণ যখন কমেছে, তখন মাইটোকন্ড্রিয়ার কোনও গঠনগত পরিবর্তন ঘটেনি বলেই জানা গিয়েছে গবেষণায়।

গবেষকদের দাবি, এই ধরনের গবেষণা ভবিষ্যতে কিডনির চিকিৎসায় নতুন দিগন্তের উন্মোচন করতে পারে। পাশাপাশি, মাইটোকন্ড্রিয়ার স্বাস্থ্য ভাল থাকার অর্থ শুধু কিডনি নয়, আনুষঙ্গিক আরও জটিল রোগের চিকিৎসাও সহজ হতে পারে। কারণ, আগে থেকেই যদি দেহে সেরামাইডের পরিমাণ কমানো সম্ভব হয়, তা হলে কিডনির ক্ষতির আশঙ্কাও কমতে পারে। উল্লেখ্য, ইঁদুরের ক্ষেত্রে যে ওষুধ প্রয়োগ করা হয়েছে, তা এখন পরীক্ষার স্তরে রয়েছে। তাই কিডনির ওষুধ কবে বাজারে আসবে, তা এখনও চূড়ান্ত নয় বলেই জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন