Empty Stomach

খালি পেটে ওষুধ খান, ব্যায়ামও করেন? কোন ৭ কাজ বিপদ ডেকে আনবে

সকালে উঠেই ফোন দেখেন, খালি পেটে ওষুধও খেয়ে নেন। এই যে দিনভর ক্লান্তি ভাব, যখন তখন পেট ভার বা অম্বল, মাথাযন্ত্রণা, কাজ করার সময়ে ঝিমুনি আসে, সে সবের কারণও কিন্তু ওই কিছু অভ্যাসই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৭:২৬
These things should be avoided on an empty stomach to prevent discomfort or health issues

সকালে খালি পেটে কোন ৭ কাজ করা ক্ষতিকর? ছবি: ফ্রিপিক।

সকালে উঠেই খালি পেটে এক কাপ গরম চা বা কফি না হলে দিনই শুরু হয় না অনেকের। সে চা বা কফি দুধ দিয়ে হোক বা দুধ ছাড়া, সকাল সকাল চাই-ই চাই। খালি পেটে ওষুধ খাওয়ার অভ্যাস তো কমবেশি সকলেরই। আবার ওজন কমাতে যাঁরা ব্যায়াম করছেন, তাঁরাও সকাল সকাল ওই খালি পেটেই শরীরচর্চা করছেন প্রায় রোজই। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে, এই সব কাজ সাতসকালে ফাঁকা পেটে সেরে নেওয়াই ভাল। কিন্তু তাতেই যে বিপদ ঘনাচ্ছে, সে খবর রাখছেন ক’জনে। এই যে দিনভর ক্লান্তি ভাব, যখন তখন পেট ভার বা অম্বল, মাথাযন্ত্রণা, কাজ করার সময়ে ঝিমুনি আসে, সে সবের কারণও কিন্তু ওই কিছু অভ্যাসই। খালি পেটে কোন কোন কাজ করলে অবধারিত ভাবে অসুস্থ হয়ে পড়বেন, তা জেনে রাখা ভাল।

Advertisement

কোন কোন কাজ খালি পেটে একেবারেই করবেন না?

১) চা বা কফি

'বেড টি' কথাটি শুনতে যতই ভাল লাগুক না কেন, সাতসকালে খালি পেটে দুধ চা বা দুধ-চিনি দিয়ে রসিয়ে কফি খেলে পেটের হাল বিগড়োবেই। সারা রাত পাকস্থলী খালিই থাকে। বিপাকক্রিয়ার হার কম থাকে। তাই পাকস্থলীকে ধাতস্থ হতে কিছুটা সময় দেওয়া জরুরি। তার আগেই যদি অতিরিক্ত ক্যাফিন দেওয়া খাবার বা ভাজাভুজি খেতে শুরু করেন, তা হলে পাকস্থলী সংবেদনশীল হয়ে উঠবে। পেট ফাঁপা, ‘ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম’-এর কারণ কিন্তু এই বদভ্যাসই। সকালে উঠে আগে এক গ্লাস জল পান করুন। তার পর প্রাতরাশের সঙ্গেই চা বা কফি খেলে ভাল।

২) খালি পেটে ওষুধ নৈব নৈব চ

সকালে উঠেই খালি পেটে ওষুধ খাওয়ার অভ্যাস একেবারেই ঠিক নয়। বিশেষ করে ব্যথানাশক ওষুধ ও কিছু অ্যান্টিবায়োটিক। আইবুপ্রোফেন, নেপ্রোক্সেন জাতীয় ওষুধ খালি পেটে খেলে আলসারের সমস্যা হতে পারে। স্টেরয়েড জাতীয় ওষুধও খালি পেটে খাওয়া ঠিক নয়। এতে রক্তচাপের তারতম্য হতে পারে।

৩) খালি পেটে ব্যায়াম

খালি পেটে কার্ডিয়ো বা স্ট্রেংথ ট্রেনিং করা ঠিক নয়। জগিং বা স্কিপিং করতে হলেও তার ঘণ্টা দুয়েক বা এক ঘণ্টা আগে হালকা কিছু খেতে হবে। পেশির শক্তি বাড়ানোর ব্যায়াম বা ওজন কমানোর ব্যায়াম খালি পেটে করলে রক্তে শর্করার মাত্রা আচমকা কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাই শরীরচর্চা অন্তত ২ ঘণ্টা আগে একটি কলা, ব্রাউন ব্রেড বা একমুঠো বাদাম খেতে পারেন।

৪) টক জাতীয় ফল খাবেন না

লেবু, কমলা, আনারস বা পেয়ারা খালি পেটে খেলে অম্বল, বুকজ্বালার সমস্যা হতে পারে। কেক, বিস্কুটও খালি পেটে খাওয়া ঠিক নয়। আবার দই, আচার খালি পেটে খেলে গ্যাসট্রিক আলসারের ঝুঁকি বাড়বে।

৫) ধূমপান ও মদ্যপান

খালি পেটে ধূমপান করলে নিকোটিন দ্রুত রক্তে শোষিত হয়, যা হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে, রক্তচাপ বাড়ায় এবং গ্যাস্ট্রিক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে পেটের আলসার বা প্রদাহের কারণ হয়ে ওঠে। খালি পেটে মদ্যপান করলেও একই সমস্যা হবে। রক্তে টক্সিনের মাত্রা এতটাই বেড়ে যাবে যে, লিভারের জটিল রোগ হওয়ার ঝুঁকি বাড়বে। ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কাও বাড়বে।

৬) খালি পেটে স্যালাড খাচ্ছেন কি?

পুষ্টিকর ভেবে খালি পেটে কাঁচা আনাজ বা ফল ভুলেও খাবেন না। ফাইবারে ভরপুর খাবার খেতে হলে সঙ্গে ফ্যাট বা কার্বোহাইড্রেট জাতীয় হালকা খাবারও রাখতে হবে। যেমন ভাত বা রুটি, পাউরুটির সঙ্গে স্যালাড খাওয়া যেতে পারে। অথবা চিকেন সেদ্ধর সঙ্গে স্যালাড খাওয়া যাবে।

৭) ঘুম থেকে উঠেই কাজে বসবেন না

ঘুম থেকে উঠেই মোবাইল দেখা বা ল্যাপটপে কাজ করতে বসে যাওয়ার অভ্যাস স্বাস্থ্যকর নয়। অনেকেই সকালে উঠে আগে মেল বা হোয়াট্‌সঅ্যাপ দেখেন। এতে চোখের ক্ষতি তো হয়ই, মস্তিষ্কেরও ক্ষতি হয়। কাজে মনোযোগ কমে, ভুলভ্রান্তি বাড়ে। সব সময় কাজে বসার আগে কিছু খেয়ে নিতে হবে। তাতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে।

Advertisement
আরও পড়ুন