Lucky Colour according to Birthdate

শুভ রঙের সঙ্গে কি গ্রহের সম্পর্ক রয়েছে? জন্মতারিখ অনুযায়ী আপনার শুভ রং কী?

সংখ্যাতত্ত্বে বিভিন্ন রঙের ব্যবহারের ফলে বিশেষ শুভ ফল প্রাপ্তি হয়। এই তত্ত্বের সাহায্যে কে কোন রং বেশি ব্যবহার করলে শুভ ফল পাবেন তা জানা সম্ভব।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ০৮:২১
According to numerology, these birthdate people have certain lucky colours

—প্রতীকী ছবি।

রঙের সঙ্গে জ্যোতিষশাস্ত্রের সম্পর্ক গভীর। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের প্রভাব অনুযায়ী বিভিন্ন রঙের ব্যবহারে যেমন নানা শুভ ফল পাওয়া যায়, তেমনই সংখ্যাতত্ত্বেও বিভিন্ন রঙের ব্যবহারের ফলে বিশেষ শুভ ফল প্রাপ্তি হয়। এই তত্ত্বের সাহায্যে কে কোন রং বেশি ব্যবহার করলে শুভ ফল পাবেন তা জানা সম্ভব।

Advertisement

যাঁরা নিজেদের উপর কোন গ্রহের শুভ বা অশুভ প্রভাব রয়েছে জানেন না, তাঁরা জন্মতারিখ অনুযায়ী রঙের ব্যবহারের ফলে ভাল ফল লাভ করতে পারবেন।

জন্মতারিখ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন। কোন তারিখে জন্ম হলে কোন রঙের ব্যবহারে শুভ ফল প্রাপ্তি হয় জেনে নিন।

১, ১০, ১৯, ২৮ তারিখে জন্মানো ব্যক্তিরা রবির প্রভাবে প্রভাবিত হন। গোলাপি, লাল, হলুদ এবং সবুজ এই তারিখগুলিতে জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ রং।

২, ১১, ২০,২৯ তারিখে জন্ম হলে সেই সকল ব্যক্তি চন্দ্রের প্রভাবে প্রভাবিত হন। এই সকল তারিখে জন্মানো ব্যক্তিদের বেজ, যে কোনও ধরনের সাদা রং ব্যবহার করা শুভ।

৩, ১২, ২১, ৩০ তারিখে যাঁরা জন্মেছেন, তাঁরা বৃহস্পতির প্রভাবে প্রভাবিত হন। যে কোনও ধরনের হলুদ, হালকা লাল, হালকা সবুজ রং ব্যবহার করা তাঁদের জন্য শুভ।

৪, ১৩, ২২,৩১ তারিখে জন্ম হলে সেই সকল ব্যক্তি রাহুর প্রভাবে প্রভাবিত হন। এই সকল তারিখে জন্মানো ব্যক্তিদের কালো, হালকা নীল, খয়েরি এবং ধূসর রং ব্যবহার করা শুভ।

৫, ১৪, ২৩ তারিখে জন্ম হলে সেই সকল ব্যক্তি বুধের প্রভাবে প্রভাবিত হন। যে কোনও ধরনের সবুজ, হলুদ, হালকা নীল রং ব্যবহার করা তাঁদের জন্য শুভ।

৬, ১৫, ২৪ তারিখে জন্মানো ব্যক্তিরা শুক্রের প্রভাবে প্রভাবিত হন। যে কোনও ধরনের সাদা, গোলাপি, হালকা নীল এবং আকাশি রং এই তারিখগুলিতে জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য শুভ।

৭, ১৬, ২৫ তারিখে জন্ম হলে সেই সকল ব্যক্তি কেতুর প্রভাবে প্রভাবিত হন। সবুজ এবং ধূসর রং ব্যবহার করা তাঁদের জন্য শুভ।

৮, ১৭, ২৬ তারিখে জন্ম হলে ব্যক্তিরা শনির প্রভাবে প্রভাবিত হন। এই সকল তারিখে জন্মানো ব্যক্তিদের যে কোনও ধরনের নীল, আকাশি, কালো রং ব্যবহার করা শুভ।

৯, ১৮, ২৭ তারিখে জন্ম হলে জাতক মঙ্গলের প্রভাবে প্রভাবিত হন। লাল, কমলা, হলুদ, হালকা সবুজ রং ব্যবহার করা তাঁদের জন্য শুভ।

Advertisement
আরও পড়ুন