Lucky Colors for Zodiac Signs

চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন? সাফল্য পেতে রাশি অনুযায়ী পোশাকের রং বেছে নিন

জ্যোতিষশাস্ত্র মতে রাশি অনুযায়ী যদি নির্দিষ্ট রঙের পোশাক পরে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাওয়া হয়, তা হলে সহজেই সাফল্য পাওয়া যাবে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৭:০৩
According to your zodiac signs, wear these certain colour clothes to your job interview

—প্রতীকী ছবি।

বর্তমান যুগে চাকরির বাজার বিশেষ ভাল নয়। অনেকেই পরীক্ষায় ভাল ফল করার পরেও কর্মহীন। এই সবের মাঝে অনেকে আবার পরীক্ষায় পাশ করার পর চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে ঘাবড়ে যান। অনেকেই রয়েছেন যাঁরা বার বার এই পর্যায়ে গিয়ে হতাশ হন। তাঁদের জন্য জ্যোতিষশাস্ত্রে রয়েছে একটি সাহায্যকারী উপায়। জ্যোতিষশাস্ত্র মতে, রাশি অনুযায়ী যদি নির্দিষ্ট রঙের পোশাক পরে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাওয়া হয়, তা হলে সহজেই সাফল্য পাওয়া যাবে।

Advertisement

দেখে নেব রাশি অনুযায়ী কী রঙের পোশাক পরতে হবে:

মেষ: হালকা নীল বা আকাশি রঙের পোশাক মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য উপযুক্ত।

বৃষ: সফলতা পেতে বৃষ রাশির ব্যক্তিরা গাঢ় নীল বা কালচে নীল রঙের পোশাক পরে ইন্টারভিউ দিতে যেতে পারেন।

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা মেরুন অথবা হলুদ রঙের পোশাক পরে যেতে পারেন।

কর্কট: কালচে লাল বা মেরুন রঙের পোশাক পরে কর্কট রাশির জাতক-জাতিকারা চাকরির ইন্টারভিউ দিতে গেলে শুভ ফল পাবেন।

সিংহ: সাফল্য লাভের জন্য সিংহ রাশির ব্যক্তিরা ধূসর রঙের পোশাক পরে ইন্টারভিউ দিতে যেতে পারেন।

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা সবুজ অথবা সাদা রঙের পোশাক পরতে পারেন।

তুলা: সাদা রঙের পোশাক তুলা রাশির লোকেদের জন্য শুভ।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা চাকরির ইন্টারভিউতে পরে যাওয়ার জন্য লাল অথবা গোলাপি রঙের পোশাক বেছে নিন।

ধনু: ধনু রাশির জাতকরা রুপোলি অথবা সবুজ রঙের পোশাক পরুন।

মকর: চাকরির ইন্টারভিউতে সফলতা পেতে মকর রাশির জাতক-জাতিকারা সাদা বা রুপোলি রং বেছে নিতে পারেন।

কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের জন্য মেরুন অথবা হলুদ রং শুভ।

মীন: হলুদ রং মীন রাশির জাতক-জাতিকাদের জন্য উপযুক্ত।

Advertisement
আরও পড়ুন