Buddha Purnima Timing

বৈশাখের শেষেই পড়ছে বুদ্ধপূর্ণিমা, জেনে নিন তারিখ, তিথি শুরু ও শেষের সময়

এই পুণ্য তিথিতে সনাতন ধর্মের নবম অবতার এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান বুদ্ধ ধরাধামে অবতীর্ণ হন। বুদ্ধপূর্ণিমার পবিত্র তিথিতেই ভগবান বুদ্ধ বোধিলাভ করেন এবং নির্বাণ লাভ করেন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১২:৩৮
goutam buddha

—প্রতীকী ছবি।

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তিথি। বুদ্ধপূর্ণিমার শুভ তিথিটি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এই পুণ্য তিথিতে সনাতন ধর্মের নবম অবতার এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান বুদ্ধ ধরাধামে অবতীর্ণ হন। এই বুদ্ধপূর্ণিমার পবিত্র তিথিতে ভগবান বুদ্ধ বোধিলাভ করেন। এই তিথিতেই নির্বাণও লাভ করেন তিনি।

Advertisement

ভগবান গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী নগরে রাজা শুদ্ধোদন এবং মায়াদেবীর পুত্র রূপে পৃথিবীতে আসেন। কপিলাবস্তু নগরে তিনি বড় হয়ে ওঠেন। কিন্তু রাজপরিবারের বিলাসিতা, স্ত্রী যশোদা এবং পুত্র রাহুলও গৌতম বুদ্ধকে সংসারের মায়ায় আবদ্ধ করতে পারেননি।

সন্ন্যাসী এবং শবদেহ (শববাহী) দেখে গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে ধারণার পরিবর্তন হয়। জরা, ব্যাধি এবং মৃত্যুকে জয় করার উদ্দেশে তিনি স্ত্রী, পুত্র, বিলাসিতা, রাজধর্ম, ধনসম্পদ ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তিনি তপস্যা করে সিদ্ধিলাভ করেন এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক হিসাবে ধর্মের ইতিহাসে চিরস্মরণীয় হন। বৈশাখ মাসের শেষেই পড়ছে বুদ্ধপূর্ণিমা। জেনে নিন তারিখ এবং তিথি শুরু ও শেষের সময়।

বিশুদ্ধসিদ্ধান্ত পঞ্জিকা মতে:

পূর্ণিমা তিথি আরম্ভ:

বাংলা– ২৭ বৈশাখ, রবিবার।

ইংরেজি– ১১ মে, রবিবার।

সময়– রাত ৮টা ২ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ:

বাংলা– ২৮ বৈশাখ, সোমবার।

ইংরেজি– ১২ মে, সোমবার।

সময়– রাত ১০টা ২৬ মিনিট।

বুদ্ধপূর্ণিমা।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে –

পূর্ণিমা তিথি আরম্ভ:

বাংলা– ২৭ বৈশাখ, রবিবার ।

ইংরেজি– ১১ মে, রবিবার ।

সময়– সন্ধ্যা ৭টা ১৫ মিনিট ৪৯ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ:

বাংলা– ২৮ বৈশাখ, সোমবার ।

ইংরেজি– ১২ মে, সোমবার ।

সময়– রাত ৯টা ১৮ মিনিট ১৪ সেকেন্ড। বুদ্ধপূর্ণিমা।

Advertisement
আরও পড়ুন