Loton Shasthi 2025

লুণ্ঠনষষ্ঠীর ব্রত পালনে সন্তানের মঙ্গল হয়, কবে পড়ছে সেই বিশেষ দিন? ব্রত পালনের শুভ সময় কখন?

দেবী ষষ্ঠীর ব্রত পালনের উদ্দেশ্য হল সন্তানের ভাল করা। এক এক মাসের ষষ্ঠী তিথিতে দেবীকে ভিন্ন ভিন্ন নামে পুজো করা হয়। শ্রাবণ মাসের শুক্লাষষ্ঠী তিথিতে তিনি লুণ্ঠনষষ্ঠী বা লোটনষষ্ঠী নামে পূজিত হন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১১:১৪
devi sasthi

—প্রতীকী ছবি।

পৌরাণিক কাহিনি অনুসারে, রাজা প্রিয়ব্রত দেবী ষষ্ঠীর পুজো করে তাঁর মৃত সন্তানদের ফিরে পান। এর পর থেকে দেবী ষষ্ঠীর পুজোর প্রচলন হয়। দেবী ষষ্ঠী কেবলমাত্র সন্তানদাত্রীই নন, তিনি সন্তানের রক্ষাকারিণী দেবীও। দেবী ষষ্ঠী প্রতি মাসের শুক্লষষ্ঠী তিথিতে পূজিত হন। প্রত্যেক মাসের ষষ্ঠী তিথিতে দেবী ভিন্ন নামে, ভিন্ন ব্রত অনুসারে পূজিত হলেও, ষষ্ঠীর ব্রত পালনের উদ্দেশ্য একটাই। সেটি হল, সন্তানের মঙ্গল কামনা। শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী লুণ্ঠনষষ্ঠী নামে পূজিত হন। আগামী ৩০ জুলাই, বুধবার লুণ্ঠনষষ্ঠী।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

ষষ্ঠী তিথি আরম্ভ—

বাংলা: ১৩ শ্রাবণ, মঙ্গলবার।

ইংরেজি: ২৯ জুলাই, মঙ্গলবার।

সময়: রাত ১২টা ৪৮ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ—

বাংলা: ১৪ শ্রাবণ, বুধবার।

ইংরেজি: ৩০ জুলাই, বুধবার।

সময়: রাত ২টো ৪২ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে—

ষষ্ঠী তিথি আরম্ভ—

বাংলা: ১২ শ্রাবণ, মঙ্গলবার।

ইংরেজি: ২৯ জুলাই, মঙ্গলবার।

সময়: রাত ১টা ২৯ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ—

বাংলা: ১৩ শ্রাবণ, বুধবার।

ইংরেজি: ৩০ জুলাই, বুধবার।

সময়: রাত ২টো ২৬ মিনিট ২২ সেকেন্ড।

Advertisement
আরও পড়ুন