Astrological Tips

দিন দিন সন্তানের দুষ্টুমি বেড়েই চলেছে? অসৎ সঙ্গে ভিড়ে যাচ্ছে? সহজ একটা টোটকা পালনেই হবে সমস্যার সমাধান

জ্যোতিষশাস্ত্রে মায়েদের চিন্তার অবসান ঘটানোর বিশেষ একটা টোটকা রয়েছে। এই টোটকা পালন করলে সন্তান নিয়ে যে কোনও সমস্যার সমাধান হতে পারে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ০৭:৪৫

—প্রতীকী ছবি।

সন্তানদের নিয়ে সকল মা-বাবার মনে নানা চিন্তা কাজ করে। তাঁদের সন্তান ভাল থাকলেও, তাঁরা যেন চিন্তা না করে থাকতে পারেন না। সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তা, খাওয়াদাওয়া নিয়ে চিন্তা, বাইরে বেরোলে সেটা নিয়ে চিন্তা, এবং সবথেকে বড় চিন্তা তাঁদের ভবিষ্যৎ নিয়ে। যদি কোনও সন্তান ভাল ভাবে থাকে, অর্থাৎ সে যদি কোনও খারাপ কাজ না করে, সে ক্ষেত্রে মা একটু চিন্তামুক্ত থাকলেও থাকতে পারেন। কিন্তু যদি কোনও ভাবে সন্তান একটু খারাপ পথে চলে যায়, সে ক্ষেত্রে তাঁদের মায়েদের চিন্তা দ্বিগুণ বেড়ে যায়। জ্যোতিষশাস্ত্রে মায়েদের চিন্তার অবসান ঘটানোর বিশেষ একটা টোটকা রয়েছে। এই টোটকা পালন করলে সন্তান নিয়ে যে কোনও সমস্যার সমাধান হতে পারে।

Advertisement

টোটকা:

যে কোনও বুধবার সকালবেলা পুজো করার সময় একগুচ্ছ দূর্বা নিয়ে গণেশ ঠাকুরের চরণে রেখে দিন। এই কাজটি করার সময় একটা প্রদীপ অবশ্যই জ্বালুন। তার পর সেই দূর্বার গুচ্ছটা সন্ধ্যাবেলা গণেশ ঠাকুরের কাছ থেকে তুলে নিন। এর পর সেই দূর্বার গুচ্ছটা আপনার সন্তান যে বালিশে মাথা দিয়ে ঘুমোয়, সেই বালিশের নীচে রেখে দিন। শুক্রবার পর্যন্ত এই একই অবস্থায় রেখে দিতে হবে। তার পর শুক্রবার সন্ধ্যাবেলা সেই দূর্বার গুচ্ছটি নিয়ে যে কোনও গাছের গোড়ায় রেখে দিন। এই কাজটি পর পর তিনটে বুধবার করে দেখুন। ফল দেখতে পাবেন।

ফলাফল:

এই কাজটি করলে সন্তানদের বুদ্ধি প্রখর হবে এবং তারা নিজের জীবনের প্রতি একটু সতর্ক হয়ে উঠবে। নিজের কাজ নিজে বুঝে নিয়ে ঠিকমতো করতে শিখবে। ভুল পথে চালনা হওয়ার আশঙ্কা কমে যাবে। কোনটা ঠিক, কোনটা ভুল সেই পার্থক্যটাও করতে শিখবে।

Advertisement
আরও পড়ুন