Non Judgmental Zodiac Signs

অন্যদের কাছে যেটা ছকভাঙা, এঁদের কাছে সেটা ‘জলভাত’! বদলের হাওয়ায় গা ভাসাতে কুণ্ঠাবোধ করেন না পাঁচ রাশি

রাশিচক্রের পাঁচ রাশিকে কখনওই বিরক্ত করে না বদলের হাওয়া। তাঁরা সানন্দে সকল পরিবর্তনকে গ্রহণ করেন। খোলামেলা চিন্তাভাবনার জন্য অন্য মানুষেরা এঁদের সঙ্গে কথা বলেও স্বস্তি পান।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩১
open minded

—প্রতীকী ছবি।

সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলায়। মানুষও পরিবর্তনশীল। কিন্তু সব পরিবর্তন মনের মতো হয় না। সকলে তাই খোলা মনে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে উঠতে পারেন না। বরং একটু অপ্রস্তুতই হয়ে পড়েন। কিন্তু রাশিচক্রের পাঁচ রাশিকে কখনওই বিরক্ত করে না বদলের হাওয়া। তাঁরা সানন্দে সকল পরিবর্তনকে গ্রহণ করেন। খোলামেলা চিন্তাভাবনার জন্য অন্য মানুষেরা এঁদের সঙ্গে কথা বলেও স্বস্তি পান। কোনও পরিস্থিতিতেই এঁরা কাউকে বিচার করেন না।

Advertisement

কোন পাঁচ রাশি খোলা মনে সব মেনে নেন?

মিথুন: কৌতূহলী মিথুন রাশির জাতক-জাতিকারা সকল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন। পরিবর্তনশীল পৃথিবীর নতুন নতুন আদব-কায়দার সঙ্গে নিজেকে খুব ভাল ভাবে মানিয়ে নিতে পারেন এঁরা। এই রাশির মনখোলা স্বভাব তাঁদের কোনও জিনিসকে একাধিক দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করে। সেই কারণে এঁরা সব কিছু গ্রহণ করে নিতে পারেন।

তুলা: তুলা রাশির ব্যক্তিরাও খুব খোলা মনের হন। অন্যান্য মানুষের কাছে যা অস্বাভাবিক, এঁদের কাছে সেটাই স্বাভাবিক ও সুন্দর। লোকের ছকভাঙা চাহিদা বা চিন্তাকে এঁরা কখনও ছোট করে দেখেন না। উপরন্তু তাঁরা যাতে সেই চিন্তার উপর ভর করে অভাবনীয় কিছু করতে পারেন সেই বিষয়ে আগ্রহ জোগান তুলা রাশির জাতক-জাতিকারা। সেই কারণে কাছের মানুষদের কাছে এঁরা অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন।

ধনু: নতুন জিনিস জানতে ও শিখতে ভালবাসেন ধনু রাশির ব্যক্তিরা। এই বৈশিষ্ট্য তাঁদের খোলা মনে সব কিছু গ্রহণ করতে সাহায্য করে। এঁরা সর্বদা পজ়িটিভ চিন্তা করতে ভালবাসেন। যে কোনও ব্যাপারে পজ়িটিভ দিকটা খুঁজে বার করায় আগ্রহী এঁরা। এই বৈশিষ্ট্যের কারণে কাছের মানুষেরা নির্দ্বিধায় সমস্ত কথা ভাগ করে নিতে পারেন তাঁদের সঙ্গে।

কুম্ভ: সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলায় পটু কুম্ভ রাশির জাতক-জাতিকারা। ছক ভাঙতে ভালবাসেন এঁরা। তবে ছকে থাকা জিনিস যে এই রাশির কাছে নিন্দনীয়, তা-ও নয়। এঁরা সব কিছুর সঙ্গে খুব ভাল ভাবে মানিয়ে নিতে পারেন। তাই সব কিছু খোলা মনে গ্রহণ করতে এঁদের কোনও অসুবিধা হয় না।

মীন: মীন রাশি সহমর্মী। কখনও কারও পছন্দকে ছোট করে দেখেন না। এঁরা সর্বদা সকলকে যে কোনও ব্যাপারে আগ্রহ জোগাতে ভালবাসেন। বদলের হাওয়ায় গা ভাসাতেও ভালবাসেন। মানুষের সঙ্গে মিশতে, তাঁদের ব্যাপারে জানতেও খুব পছন্দ করেন মীন রাশির জাতক-জাতিকারা। খোলামেলা চিন্তাভাবনার জন্য এঁরা সহজেই কাছের মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন।

Advertisement
আরও পড়ুন