Durga Puja 2025

পুজোর মাসে মহালক্ষ্মী রাজযোগ! দুর্গা আসার আগেই কড়া নাড়বেন মা লক্ষ্মী, অর্থের সাগরে ভেসে বেড়াবেন তিন রাশি

এই বছর পুজোয় ১২ রাশির মধ্যে তিন রাশির জাতকদের ভাগ্যের চমক হবে দেখার মতো। সুখবর পাবেন তাঁরা। এঁরা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। কোন তিন রাশি?

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮
money astrology

—প্রতীকী ছবি।

হিন্দুদের সব থেকে বড় উৎসব দূর্গাপুজো। এই সময় বাঙালিদের মনে আনন্দের সীমা থাকে না। সব ভুলে পুজোর পাঁচ দিন একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। উৎসব উদ্যাপন করেন। তবে এই আনন্দের সময়টি আরও মধুর হয়ে ওঠতে পারে মন ভাল করা খবরে। জ্যোতিষশাস্ত্র বলছে, এই বছর পুজোয় ১২ রাশির মধ্যে তিন রাশির জাতকদের ভাগ্যের চমক হবে দেখার মতো। সুখবর পাবেন তাঁরা। এঁরা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই পুজোয় ওই তিন রাশির জীবনে মহালক্ষ্মী রাজযোগ আসতে চলেছে, যার ফলে খুবই লাভবান হবেন এঁরা।

Advertisement

কারা সেই সৌভাগ্যবান?

তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে মহালক্ষ্মী রাজযোগ খুবই শুভ ফল প্রদান করবে। এই সময়ে অর্থ প্রাপ্তি হবে প্রচুর। এ ছাড়া মনে আত্মবিশ্বাসের বলে যে কোনও কাজে সফলতা পাবেন। চাকরি এবং ব্যবসায় উন্নতি লক্ষ করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ বজায় থাকবে। প্রেম জীবনে সম্পর্কের উন্নতিও হবে। এ ছাড়া বিবাহে যাঁদের বাধা ছিল, তা কেটে যাবে। সব মিলেমিশে খুব ভাল সময় আসতে চলেছে এঁদের জীবনে।

মকর: মকর রাশির জীবনে এই মহালক্ষ্মী রাজযোগ খুবই শুভ হবে। এঁদের কাছে এই দূর্গাপুজো হবে মনে রাখার মতো। আর্থিক দিক খুবই ভাল হবে এবং কর্মজীবনেও নতুন নতুন রাস্তা খুলবে। ভ্রমণেরও যোগ রয়েছে। পারিবারিক অশান্তি থেকেও মুক্তি পেতে পারেন মকর জাতকেরা। ব্যবসায় বড় লাভ দেখতে পাবেন তাঁরা। সমাজে প্রতিপত্তিও বাড়তে পারে। সব মিলিয়ে দেখলে শীঘ্রই খুব শুভ সময় আসতে চলেছে মকর রাশির।

কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের জন্যও এই যোগ খুবই শুভ ফল দেবে। অর্থ যেমন আসবে, তেমন ধর্মকর্মেও মন লাগবে। সব দিক থেকে এগিয়ে যাবেন কুম্ভ জাতকেরা। যে কোনও কাজে সাফল্য পাবেন। পারিবারিক দিক থেকে শান্তিতে থাকবেন এঁরা। প্রেমজীবনও সুখের হবে। লাভ দেখতে পাবেন চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে।

Advertisement
আরও পড়ুন