Kartik Maas Rituals

শুরু হয়েছে ‘বিষ্ণুর মাস’, সাত উপায় পালন করলেই জটিল জীবন হবে সহজ! প্রভুর কৃপায় উন্নতির শিখরে পৌঁছোবেন

কার্তিক মাসকে ভগবান বিষ্ণুর মাস বলে মনে করা হয়। শাস্ত্রে কার্তিক মাস সম্বন্ধে নানা নিয়মের কথা বলা রয়েছে। এই মাসে বিশেষ কিছু উপায় পালন করলে প্রভু বিষ্ণুর কৃপা লাভ করা যায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১১:৪১
lord vishnu

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১৯ অক্টোবর থেকে শুরু হয়েছে কার্তিক মাস। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এই মাসটি হিন্দু ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কার্তিক মাসকে ভগবান বিষ্ণুর মাস বলে মনে করা হয়। শাস্ত্রে কার্তিক মাস সম্বন্ধে নানা নিয়মের কথা বলা রয়েছে। এই মাসে বিশেষ কিছু উপায় পালন করলে প্রভু বিষ্ণুর কৃপা লাভ করা যায়। জেনে নিন কী কী মেনে চলবেন।

Advertisement

কার্তিক মাসের টোটকা:

  • কার্তিক মাস জুড়ে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বাড়ির ঠাকুরের আসনে প্রদীপ জ্বালান। তেল বা ঘি, যে কোনও জিনিস ব্যবহার করতে পারেন।
  • প্রতি দিন স্নানের পর শুদ্ধ বসনে তুলসীগাছের গোড়ায় জল দিন। এরই সঙ্গে তুলসী গাছকে ফুল-সহ পুজো করতে পারলে খুবই ভাল হয়। জল ঢালার পর ফুল দেবেন। তার পর ধূপ ও প্রদীপ জ্বেলে আরতি করে করজোড়ে প্রভু বিষ্ণুকে স্মরণ করবেন ও মনোবাসনা জানাবেন। খুব ভাল ফল পাবেন।
  • প্রতি সপ্তাহে যে কোনও একটি দিন নিরামিষ আহার গ্রহণ করুন। মাছ-মাংসের সঙ্গে সঙ্গে পেঁয়াজ, রসুন খাওয়াও বাদ দিতে পারলে খুব ভাল হয়।
  • সাধ্যমতো দান করুন। খাবার জিনিস, বিশেষ করে অন্নদান করতে পারলে খুবই ভাল হয়। এ ছাড়া বস্ত্র বা অন্যান্য জিনিসও দান করা যেতে পারে।
  • ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার করুন। এতে বাড়ির লক্ষ্মীশ্রী বজায় থাকবে। বিশেষ করে সদর দরজার সামনেটা ও বাথরুম কোনও মতে অপরিষ্কার রাখা যাবে না।
  • সম্ভব হলে সপ্তাহে এক দিন করে ভোরবেলা নদীতে স্নান করুন। এতে জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় করা সকল পাপ থেকে মুক্তি মিলবে বলে বিশ্বাস করা হয়।
  • প্রতি দিন স্নানের পর শুদ্ধ বসনে বিষ্ণুর মন্ত্র পাঠ করতে পারলে খুব ভাল হয়। জীবনে সফলতার পথে আসা সকল বাধা থেকে মুক্তি পাওয়া যায়।
Advertisement
আরও পড়ুন