Sawan Shaniwar Tips

শ্রাবণের শেষ শনিবার পালনের মাহাত্ম্য অনেক! দুধে বিশেষ এক মশলা মিশিয়ে শিবের মাথায় ঢাললে তুষ্ট হন শনিদেব

শ্রাবণের শনিবার পালন করলে মহাদেব যেমন তুষ্ট হন, তেমনই প্রসন্ন হোন শনিদেব। শনির কুদৃষ্টির কবল থেকে মুক্তি পাওয়া যায়। সাড়েসাতির ভয়ঙ্কর প্রভাব থেকেও কিছুটা হলেও রেহাই মেলে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১১:০৮
lord shiva

ছবি: মেটা এআই।

শ্রাবণের সোমবার পালনে যে জীবনে নানা দিক থেকে উন্নতি লাভ করা যায় তা আমরা অনেকেই জানি। কিন্তু শ্রাবণের শেষ শনিবার পালনের ফলেও যে বিশেষ ফলপ্রাপ্তি ঘটে তা অনেকেই জানেন না। শ্রাবণের শনিবার পালন করলে মহাদেব যেমন তুষ্ট হন, তেমনই প্রসন্ন হোন শনিদেব। শনির কুদৃষ্টির কবল থেকে মুক্তি পাওয়া যায়। সাড়েসাতির ভয়ঙ্কর প্রভাব থেকেও কিছুটা হলেও রেহাই মেলে। জেনে নিন এই দিন কী কী করতে হবে।

Advertisement

শ্রাবণের শেষ শনিবার কী কী উপায় মেনে চলবেন?

  • এই দিন দুধের মধ্যে একটু কালো তিল মিশিয়ে শিবের মাথায় ঢালুন। তার পর গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে দিন। সাড়েসাতির কুপ্রভাব থেকে রক্ষা পাবেন।
  • শ্রাবণের শেষ শনিবারে সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
  • কালো কুকুর বা যে কোনও কুকুরকে গুড় ও রুটি খেতে দিন। এতে ধারবাকির সমস্যা থেকে রেহাই মিলবে। ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন।
  • গরিব মানুষকে চামড়ার তৈরি জিনিস দান করতে পারলে খুব ভাল হয়।
  • এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে।
Advertisement
আরও পড়ুন