Astro Tips

জরুরি কাজে বেরোনোর সময় ভুল পা ফেলে যাত্রা শুরু করলে হতে পারে বিপদ! ডান না বাঁ, কোন পা আগে ফেলতে হয়?

যে কোনও জরুরি কাজে যাওয়ার আগে নির্দিষ্ট একটি পা দিয়ে যাত্রা শুরু করা উচিত। এতে আমাদেরই মঙ্গল হয়। খোঁজ দিলেন জ্যোতিষী।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৫:৩৫
walking

ছবি: মেটা এআই।

নতুন একটা সকাল মানেই মনে নব আশার উদয় হওয়া। সকাল যদি ভাল ভাবে শুরু হয়, তা হলে গোটা দিনটা খুব শুভ কাটবে বলে বিশ্বাস করা হয়। শরীরের বিভিন্ন অঙ্গের গঠনের ভিত্তিতে এক জন ব্যক্তির বর্তমান, ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানা যায়। আমাদের প্রত্যেকটা দিন শুভ কাটুক এটা আমরা সকলেই চাই। সেই কারণে বহু মানুষই সকালে ঘুম থেকে উঠে নিজেকে ভাল রাখার জন্য নানা ধরনের কাজ করে থাকেন এবং বিভিন্ন টোটকা পালন করে চলেন।

Advertisement

সেগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনও জরুরি কাজে বাইরে যাওয়ার সময় কোন পা প্রথমে বাইরে ফেলতে হয়। অর্থাৎ, কোন পা দিয়ে যাত্রা শুরু করতে হয়। আমরা সকালে উঠেই কেউ বাজারে যাই, কেউ অফিসে যাই, কেউ আবার স্কুল-কলেজ বা ব্যবসার কাজে বেরোই। যে কোনও কাজে বাইরে বেরোনোর সময় প্রথমে কোন পা ফেলতে হয় সেটা জেনে রাখা জরুরি। কারণ, কোন পা প্রথমে বাইরে ফেললে শুভ এবং কোন পা প্রথম বাইরে ফেললে অশুভ তা জেনে নেওয়া খুবই প্রয়োজন।

শাস্ত্রমতে, যে কোনও জরুরি কাজে যাওয়ার আগে প্রথমে ডান পা বাইরে ফেলতে হয়। এতে যে ব্যক্তি বাইরে যাচ্ছেন, তাঁর সকল প্রকার কাজ খুব ভাল ভাবে সম্পূর্ণ হয়। সারা দিন খুব ভাল ভাবে কাটে। ঘরের চৌকাঠ থেকে বাইরে পা রাখার সময় সর্বদা ডান পা আগে বাইরে রাখতে হয়।

আমরা অনেকেই দেখেছি, নববধূ শ্বশুরবাড়িতে প্রবেশ করার সময় ঘরের ভিতর ডান পা-ই সবার আগে ফেলে। এতে তাঁর সমগ্র জীবন সুখ-শান্তিতে ভরে থাকে।

Advertisement
আরও পড়ুন