চলতি বছরে ব্যবসায় জটিল পথে আয় করলে উন্নতির সম্ভাবনা কম দেখা যাচ্ছে। কিন্তু সহজ পথে আয় লাভের অংশ বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
বছরের শুরুতে কোনও বিনিয়োগ করতে যাবেন না, তবে মধ্য ভাগ এবং শেষ ভাগে বিনিয়োগ করলে খুবই ভাল হবে। খুব বেশি প্রতিযোগিতার মুখে পড়তে হবে এবং তাতে সফল হবেন। লেখাপড়ার জন্য দ্বিগুণ খরচ বৃদ্ধি পেতে পারে। শরীরে সামান্য সমস্যা হলেই ওষুধের ব্যবস্থা করুন, ফেলে রাখবেন না। কর্মক্ষেত্রে নতুন কোনও বন্ধু হতে পারে, সতর্ক থাকুন। এই বন্ধুই ক্ষতি করতে পারে। পারিবারিক দিকে মুখমিষ্টি বজায় রাখতে পারলে বেশ আনন্দেই কাটবে। সন্তানদের নিয়ে একটু চাপ থাকবে, তাঁদের আচরণের মধ্যে একটু হলেও তফাত লক্ষ করা যাবে। আত্মীয়স্বজনেরা বিবাদ বাধিয়ে দিতে পারে। খাওয়াদাওয়া খুব বুঝে করতে হবে। সামাজিক কাজে আপনাকে ডাকা হবে এবং এতে আপনাকে সম্মানিত করা হবে। অভিনয়ের সঙ্গে যুক্তদের বছরটা বেশ ভাল কাটবে। লেখাপড়ায় উন্নতি হবে, তবে নিজেকে প্রচুর চেষ্টা করতে হবে। লটারিতে টাকা পাওয়ার যোগ রয়েছে। ঈশ্বরে ভক্তি থাকলে সারা বছরটা সুন্দর ভাবে কাটবে। আয়ের ভিন্ন ভিন্ন পথ খুলে যেতে পারে। কেউ পরামর্শ জানতে চাইলে তবেই বলুন, নিজে থেকে কিছু বলতে যাবেন না।