অন্যদের সুখের কথা বেশি ভাবতে হবে। বাৎসরিক বিচার থেকে দেখতে গেলে আর্থিক উন্নতি করতে পারবেন, সঞ্চয়ও হবে।
পারিবারিক দিকটা ইচ্ছা অনুসারে বেশি চলবে, তাই নিজের মত পরিবারের মধ্যে ভাগ করে নিতে পারেন। সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। জ্ঞানের তৃষ্ণা সব বিষয়ে বেশি দেখা যাবে। বন্ধুর সঙ্গে টাকা নিয়ে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে। স্নায়ুরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। গোপন তথ্য ফাঁস করতে যাবেন না। ব্যবসায় নতুন কিছু করার ইচ্ছা প্রবল থাকবে, তবে অর্থের জন্য একটু সমস্যা হতে পারে। প্রতিবেশীরা আপনাকে বিশেষ কোনও যৌথ কাজের দায়িত্ব দিতে পারেন, যা একটু চাপের হবে। জীবনে প্রেম এলেও, সেটা ঠিক কত দূর এগোবে, তা বলা একটু কঠিন। আইনি কোনও কাজে জটিলতা দেখা দিতে পারে। বাবার সম্পত্তি নিয়ে যদি ঝামেলা থাকে, তা হলে তা মিটে যাবে। বাড়ির জন্য কোনও দামি জিনিস কেনার আগে, খুব চিন্তাভাবনা করতে হবে। নিয়মিত ব্যায়াম শরীরটাকে খুব ভাল রাখবে। যে কোনও গুরুত্বপূর্ণ কাজ বছরের শুরুতে করতে যাবেন না, বছরের মধ্য ভাগটা খুবই শুভ দেখা যাচ্ছে।