—প্রতীকী ছবি।
রাহু এবং কেতুর অন্যান্য গ্রহের মতো শারীরিক কোনও অস্তিত্ব নেই। রাহু-কেতু হল এক একটি গাণিতিক বিন্দু বা নোড মাত্র। রাহু উত্তর এবং কেতু দক্ষিণ গাণিতিক বিন্দু। জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর গুরুত্ব অপরিসীম। রাহু ও কেতু হল ধীর গতির গ্রহ। ফলত এদের ফল দানের সময়কাল অন্যান্য গ্রহের তুলনায় বেশি। এদের প্রভাবে মানুষ ভুল পথে চালিত হন। জীবনে নেমে আসে খারাপ সময়ের কালো মেঘ। সেই কারণে এদের নাম শুনলেই মানুষের মনে শঙ্কার সৃষ্টি হয়।
১৮ মে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে রাশি পরিবর্তন করে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গমন করেছে। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত রাহু ও কেতু একই ক্ষেত্রে অবস্থান করবে। কম-বেশি দেড় বছর রাহু-কেতু এই অবস্থানেই থাকবে এবং অবস্থান অনুযায়ী ফল দান করবে। রাহুর অশুভ ফল দানের ক্ষমতা বৃহস্পতির দৃষ্টির কারণে কমে গেলেও, কেতুর প্রভাবের ফল সকল রাশিকে ভোগ করতেই হবে।
কেতুর অবস্থান অনুযায়ী কোন রাশি কোন বিষয়ে ফল পাবেন?
মেষ রাশি: কেতুর প্রভাবে উপস্থিত বুদ্ধির জোরে কোনও কঠিন সিদ্ধান্ত সহজেই গ্রহণ করতে পারবেন। কিন্তু সন্তান এবং বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উপর অশুভ প্রভাব পড়বে। সন্তানের শরীর-স্বাস্থ্যের উপর নজর রাখা জরুরি।
বৃষ রাশি: অকারণ ভয় বাড়বে। বাড়িতে অপ্রত্যাশিত সমস্যা দেখা দেবে। মায়ের সঙ্গে সম্পর্কের উপর খারাপ প্রভাব পড়বে। মায়ের শারীরিক সমস্যা বাড়তে পারে।
মিথুন রাশি: কেতুর প্রভাবে মানসিক সমস্যা দেখা দিতে পারে। ত্বকেও নানা রকমের সমস্যা দেখতে পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। ভুল সিদ্ধান্ত নিতে পারেন। অহেতুক ভ্রমণ হতে পারে।
কর্কট রাশি: পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সঙ্গে অহেতুক বিবাদ বাধতে পারে। সম্পর্কের অবনতি হতে পারে।
সিংহ রাশি: মানসিক এবং শারীরিক সমস্যায় বিব্রত হতে হবে। বিশেষ করে, মস্তিস্ক এবং চুলের সমস্যায় ভুগতে হতে পারে। মহিলারা আগুন থেকে সাবধান থাকুন।
কন্যা রাশি: কেতুর প্রভাবে সাংসারিক জীবনে হতাশা ও বিতৃষ্ণা দেখা দিতে পারে।
তুলা রাশি: আয় এবং সুনামের উপর অশুভ প্রভাব পড়বে। সচেতন থাকা জরুরি।
বৃশ্চিক রাশি: কেতুর অশুভ প্রভাব কর্মক্ষেত্রের উপর পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। ফলত কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে। বাবার শরীর সংক্রান্ত সমস্যার আশঙ্কা রয়েছে।
ধনু রাশি: অকারণে অপদস্ত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। জুয়া বা ফাটকা থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। ধৈর্য ধরে থাকতে হবে, অল্পে অধৈর্য হয়ে পড়লে সমস্যা।
মকর রাশি: কেতুর প্রভাবে অমীমাংসিত সমস্যা এবং জটিলতা বৃদ্ধি হবে। সোনা বা দামি কিছু চুরির আশঙ্কা দেখা যাচ্ছে।
কুম্ভ রাশি: দাম্পত্যসুখে সমস্যা হতে পারে। ব্যবসার সঙ্গী, পরিবারের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক শেষ হতে পারে। গর্ভবতী মহিলারা গর্ভপাতের বিষয়ে সচেতন থাকুন।
মীন রাশি: মামা অসুস্থ হয়ে পড়তে পারেন। মানসিক সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে।