Career Horoscope 2026

নতুন বছরে কি মনের মতো চাকরি পাবেন? কর্মক্ষেত্রে সমস্যায় পড়বেন কারা? রাশি মিলিয়ে দেখে নিন ২০২৬-এর কর্মভাগ্য

নতুন বছর শুরুর দিকে সকলের মনেই একটা অদম্য উদ্দীপনা কাজ করে। কেউ ভাবেন মনের মতো নতুন চাকরি হাঁকাবেন, কারও মনের কোণে থাকে পরিশ্রম করে পদোন্নতি করার ইচ্ছা। ২০২৬-এ কোন রাশি কর্মক্ষেত্রে কেমন ফল পাবেন সেটা বছর শুরুর আগেই দেখে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৭:১০
career astrology

—প্রতীকী ছবি।

২০২৫ শেষের পথে। এখন সকলের নজর ২০২৬-এর দিকে। নতুন বছর শুরুর দিকে সকলের মনেই একটা অদম্য উদ্দীপনা কাজ করে। মনে শক্তি থাকে সব খারাপকে বদলে ফেলার। জীবনে নতুন কিছু করার। সেই নতুনের তালিকায় প্রায় সব মানুষেরই প্রথমের তালিকায় থাকে চাকরি, অর্থাৎ পেশাক্ষেত্র। কেউ ভাবেন মনের মতো নতুন চাকরি হাঁকাবেন, কারও মনের কোণে থাকে পরিশ্রম করে পদোন্নতি করার ইচ্ছা। তবে সফল তখনই হওয়া যায় যখন গ্রহেরা আমাদের সঙ্গ দেয়। ২০২৬-এ কোন রাশি কর্মক্ষেত্রে কেমন ফল পাবেন সেটা বছর শুরুর আগেই দেখে নিন।

Advertisement

মেষ রাশি: ২০২৬-এ মেষের জাতক-জাতিকাদের কর্মক্ষেত্র অধিপতির অবস্থান পরিবর্তন হবে না। বছরের প্রথম দু’মাসে এবং শেষ মাসে সামান্য কিছু সমস্যা থাকলেও, বাকি সময় কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন। বিশেষ শুভ ফল পাবেন বৃহস্পতির রাশি পরিবর্তনের পরে, অর্থাৎ জুন মাস থেকে নভেম্বর পর্যন্ত।

বৃষ রাশি: বৃষ জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে অবস্থান করবে রাহু। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কর্মক্ষেত্রে শুভ ফল পেলেও, পরবর্তী সময় কর্মক্ষেত্রে সামান্য সমস্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

মিথুন রাশি: ২০২৬-এ মিথুনের জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ছোটখাটো বাধাবিপত্তি থাকলেও, জুন মাসে শুভ পরিবর্তন আসবে। বছরের পরবর্তী সময় কর্মক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে।

কর্কট রাশি: কর্কট জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে এপ্রিল এবং মে মাসে কিছু সমস্যা, বাধাবিপত্তি থাকলেও, অন্যান্য সময় শুভ ফল প্রাপ্তি হবে।

সিংহ রাশি: সিংহ জাতকদের কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক হলেও, বৃহস্পতির বক্রগতির কারণে বছরের প্রথম আড়াই মাস, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের অর্ধেক সময় কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে। পরবর্তী সময় মিশ্র ফল প্রাপ্তি হবে।

কন্যা রাশি: কর্মক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে ২০২৬-এর মে মাস পর্যন্ত। সেই কারণে কন্যা রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে খুবই শুভ ফল পাবেন। পরবর্তী সময় মিশ্র।

তুলা রাশি: তুলার জাতক-জাতিকাদের বছরের প্রথম পাঁচ মাস, জানুয়ারি থেকে মে পর্যন্ত কর্মক্ষেত্রে সমস্যা, বাধাবিপত্তির সম্মুখীন হতে হলেও, জুন মাস থেকে বছরের পরবর্তী সময় খুবই শুভ ফল পাবেন।

বৃশ্চিক রাশি: নতুন বছরে বৃশ্চিক জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে অবস্থান কেতুর। বছরের শেষ মাসে কেতুর রাশি পরিবর্তনের আগে পর্যন্ত বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। বছরের প্রথম থেকেই চোখকান খোলা রেখে চলুন।

ধনু রাশি: ধনু রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক রয়েছে। কর্মক্ষেত্র সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষা না রাখাই ভাল হবে।

মকর রাশি: নতুন বছরে মকরের জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুভ ফল পেলেও, বছরের পরবর্তী সময় মিশ্র কাটবে।

কুম্ভ রাশি: জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের আগে পর্যন্ত কুম্ভ রাশির ব্যক্তিরা মিশ্র ফল পাবেন। বৃহস্পতি রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে শুভ ফল পেতে শুরু করবেন।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকারা জানুয়ারি থেকে মে মাস, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের আগে পর্যন্ত শুভ ফল পেলেও, বছরের পরবর্তী সময়ে মিশ্র ফল পাবেন।

জন্মকালীন গ্রহের অবস্থান, মহাদশা এবং অন্তঃদশা অনুযায়ী উল্লিখিত ফলের কমবেশি পরিবর্তন হতে পারে।

Advertisement
আরও পড়ুন